ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তিতে পোষ্য কোটায় শর্ত শিথিলের দাবিতে কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। আজ শনিবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত চলে তাঁদের কর্মবিরতি। পাঁচ ঘণ্টার কর্মবিরতি পর দুপুরে শিক্ষকদের গাড়ি আটকিয়ে দেওয়া হয়। পরে প্রক্টর এসে আধা ঘণ্টা পর শিক্ষকদের গাড়ি চলাচল স্বাভাবিক করেন।
গত ২৬ জুলাই প্রথম কর্মবিরতি শুরু করেন কর্মকর্তারা। আজ চতুর্থ দিনের মতো কর্মসূচি চলে। দাবি না মানলে, সামনে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কর্মকর্তারা।
কর্মকর্তাদের দাবি, ভর্তি পরীক্ষায় পোষ্য কোটার ক্ষেত্রে শর্ত রাখা হয়েছে। তাহলে কোটাধারীদের কী সুবিধা দেওয়া হলো। পোষ্য কোটাধারী হাতে গোনা কয়েকজন শিক্ষার্থীকে ন্যূনতম যোগ্যতায় ভর্তি নিলে আহামরি কোনো ক্ষতি হবে না বলে দাবি করেন তাঁরা।
গুচ্ছের নীতিমালায় বলা হয়েছে, যেকোনো শিক্ষার্থীকে ভর্তির আবেদন করতে ন্যূনতম ৩০ নম্বর পেতে হবে। কোটাধারীদের জন্য একই শর্ত রাখা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা থাকলেই তাঁদের ভর্তির দাবি জানান তাঁরা।
এ বিষয়ে কর্মকর্তা সমিতির সভাপতি এ টি এম এমদাদুল আলম বলেন, ‘পোষ্য কোটায় আমাদের ছেলে-মেয়েদের ভর্তি করাব—এটা আমাদের অধিকার। আমরা দীর্ঘদিন ধরে উপাচার্যের কাছে অনুরোধ করে আসছি। কিন্তু আমরা সমাধান পাচ্ছি না। প্রশাসনের কাছে অনেকবার স্মারকলিপি দিয়েছি। তারা বিষয়টি আমলে নিচ্ছে না।’
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তিতে পোষ্য কোটায় শর্ত শিথিলের দাবিতে কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। আজ শনিবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত চলে তাঁদের কর্মবিরতি। পাঁচ ঘণ্টার কর্মবিরতি পর দুপুরে শিক্ষকদের গাড়ি আটকিয়ে দেওয়া হয়। পরে প্রক্টর এসে আধা ঘণ্টা পর শিক্ষকদের গাড়ি চলাচল স্বাভাবিক করেন।
গত ২৬ জুলাই প্রথম কর্মবিরতি শুরু করেন কর্মকর্তারা। আজ চতুর্থ দিনের মতো কর্মসূচি চলে। দাবি না মানলে, সামনে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কর্মকর্তারা।
কর্মকর্তাদের দাবি, ভর্তি পরীক্ষায় পোষ্য কোটার ক্ষেত্রে শর্ত রাখা হয়েছে। তাহলে কোটাধারীদের কী সুবিধা দেওয়া হলো। পোষ্য কোটাধারী হাতে গোনা কয়েকজন শিক্ষার্থীকে ন্যূনতম যোগ্যতায় ভর্তি নিলে আহামরি কোনো ক্ষতি হবে না বলে দাবি করেন তাঁরা।
গুচ্ছের নীতিমালায় বলা হয়েছে, যেকোনো শিক্ষার্থীকে ভর্তির আবেদন করতে ন্যূনতম ৩০ নম্বর পেতে হবে। কোটাধারীদের জন্য একই শর্ত রাখা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা থাকলেই তাঁদের ভর্তির দাবি জানান তাঁরা।
এ বিষয়ে কর্মকর্তা সমিতির সভাপতি এ টি এম এমদাদুল আলম বলেন, ‘পোষ্য কোটায় আমাদের ছেলে-মেয়েদের ভর্তি করাব—এটা আমাদের অধিকার। আমরা দীর্ঘদিন ধরে উপাচার্যের কাছে অনুরোধ করে আসছি। কিন্তু আমরা সমাধান পাচ্ছি না। প্রশাসনের কাছে অনেকবার স্মারকলিপি দিয়েছি। তারা বিষয়টি আমলে নিচ্ছে না।’
মালিক-শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তিন দফা উভয় পক্ষ বৈঠকে বসলেও সমস্যার সমাধান হয়নি। ফলে উত্তরের এই তিন জেলার যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
১৭ মিনিট আগেময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসারের কক্ষে চেয়ারে বসে রোগীদের সেবা দিচ্ছেন সিকিউরিটি গার্ড। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে, হাসপাতালের জরুরি বিভাগের
২০ মিনিট আগেরাজশাহীতে বিএনপির এক নেতার কাছে যুবদলের এক নেতা পাঁচ লাখ টাকা চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। থানায় লিখিত অভিযোগ ও কলরেকর্ড থেকে জানা গেছে, চাঁদা দিতে না চাইলে মোফাজ্জল হোসেন শুভ ওরফে কুরুল নামের ওই যুবদল নেতা বিএনপি নেতা মইফুল ইসলামকে হুমকি দিয়ে বলেছেন, ‘তোকে যেখানে পাব, সেখানেই কুপিয়ে মারব।’
২৭ মিনিট আগেবগুড়ার কাহালুতে বিরোধপূর্ণ পুকুরে মাছ ধরতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল নেতা রাহুল সরকার (২৮) খুন হয়েছেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুড়া গ্রামে এ ঘটনা ঘটে।’
২৯ মিনিট আগে