প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)
কুষ্টিয়ায় গ্রাম্য সালিসে সাইফুল ইসলাম (২৫) নামের এক যুবককে বেদম প্রহারের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ঝুটিয়া ডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনাটি গতকাল রোববারের হলেও আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রশাসনের নজরে আসে।
ভিডিওটি দেখে যুবককে মারধরকারী ইউপি সদস্য নওয়াব আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা।
গোলাম মোস্তফা জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি সাইফুল ইসলাম ঝুটিয়া ডাঙ্গা গ্রামের এক গৃহবধূর ঘরে রোববার দিবাগত রাতে প্রবেশ করে। এরপর গ্রামের লোকজন তাকে দেখে ফেলার পর তাকে আটকে রাখে। রোববার সকালে গ্রাম্য সালিস বসায়। সেখানে সাইফুল কে ৩০টি বেত্রাঘাত করা হয়। এ ঘটনা আজ সোমবার সকালে ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পারি।
মিরপুর থানা-পুলিশ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানা হেফাজতে নিয়েছে। আটকরা হলেন-উপজেলার মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন, স্থানীয় ইউপি সদস্য নওয়াব আলী, আওয়ামী লীগ নেতা সিদ্দিক আলী।
ঘটনার পর থেকে সাইফুল ইসলামকে প্রকাশ্যে দেখা যায়নি। তাঁকে পাওয়া গেলে ঘটনার বিস্তারিত জানা যাবে। সাইফুল অভিযোগ দিলে এ সালিসে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভিডিওতে দেখা যায় বেদম প্রহারে একপর্যায়ে সাইফুল মাটিতে লুটিয়ে পড়ে। পরে সাইফুলকে জুতার মালা গলায় পড়িয়ে পুরো গ্রামে ঘোরানো হয়।
কুষ্টিয়ায় গ্রাম্য সালিসে সাইফুল ইসলাম (২৫) নামের এক যুবককে বেদম প্রহারের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ঝুটিয়া ডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনাটি গতকাল রোববারের হলেও আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রশাসনের নজরে আসে।
ভিডিওটি দেখে যুবককে মারধরকারী ইউপি সদস্য নওয়াব আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা।
গোলাম মোস্তফা জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি সাইফুল ইসলাম ঝুটিয়া ডাঙ্গা গ্রামের এক গৃহবধূর ঘরে রোববার দিবাগত রাতে প্রবেশ করে। এরপর গ্রামের লোকজন তাকে দেখে ফেলার পর তাকে আটকে রাখে। রোববার সকালে গ্রাম্য সালিস বসায়। সেখানে সাইফুল কে ৩০টি বেত্রাঘাত করা হয়। এ ঘটনা আজ সোমবার সকালে ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পারি।
মিরপুর থানা-পুলিশ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানা হেফাজতে নিয়েছে। আটকরা হলেন-উপজেলার মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন, স্থানীয় ইউপি সদস্য নওয়াব আলী, আওয়ামী লীগ নেতা সিদ্দিক আলী।
ঘটনার পর থেকে সাইফুল ইসলামকে প্রকাশ্যে দেখা যায়নি। তাঁকে পাওয়া গেলে ঘটনার বিস্তারিত জানা যাবে। সাইফুল অভিযোগ দিলে এ সালিসে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভিডিওতে দেখা যায় বেদম প্রহারে একপর্যায়ে সাইফুল মাটিতে লুটিয়ে পড়ে। পরে সাইফুলকে জুতার মালা গলায় পড়িয়ে পুরো গ্রামে ঘোরানো হয়।
রাজধানীর মিরপুরে বাবার সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রিফাত খান (২১) নামের এক যুবক খুন হয়েছেন। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা পৌনে ২টার দিকে মিরপুর ১২ নম্বরের সি ব্লকের ৯ নম্বর রোডে এ ঘটনা ঘটে। এ সময় যুবককে রক্ষা করতে গিয়ে তাঁর বাবা আহত হন। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
৫ মিনিট আগেআজ সোমবার গুইমারা ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত সেনা ও পুলিশ মোতায়েন রয়েছে। বাজার ও দোকানপাট সম্পূর্ণ বন্ধ রয়েছে। পাহাড়জুড়ে আতঙ্ক বিরাজ করছে।
১১ মিনিট আগেবিমানবন্দর ব্যবহারকারীদের জন্য সেবার মান উন্নয়ন ও যাত্রীদের অভিজ্ঞতা জানতে সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ গণশুনানির আয়োজন করেছে। আজ সোমবার বিমানবন্দরের ডিপার্চার লাউঞ্জে এ গণশুনানি হয়। এতে বিমানবন্দরে নিয়োজিত বিভিন্ন সংস্থা, অংশীজন ও যাত্রীরা অংশ নেন।
২০ মিনিট আগেখুলনার ফুলতলা উপজেলায় গাজী সাদিকুল ইসলাম হত্যা মামলার ১২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বিকেলে খুলনার একটি আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। থানা-পুলিশ জানিয়েছে, আজ সকালে আত্মসমর্পণের উদ্দেশ্যে একটি গাড়িতে করে আদালতে যাচ্ছিলেন মামলার আসামিরা। এদিকে সংবাদ পেয়ে র্যাবের এ
২৩ মিনিট আগে