Ajker Patrika

কিশোরগঞ্জে ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে জেলা আ. লীগের মানববন্ধন

প্রতিনিধি, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে জেলা আ. লীগের মানববন্ধন

কিশোরগঞ্জে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জন প্রশাসনমন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা আওয়ামী লীগ। আজ সোমবার সকালে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে অনুষ্ঠিত ঘণ্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে অনুষ্ঠিত হয়। 

বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. এম এ আফজল প্রমুখ। মানববন্ধনে অংশ নেন দলের সিনিয়র নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা। 

এ সময় বক্তারা বলেন, প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন রাজনীতির বিশুদ্ধ পুরুষ। তার ম্যুরাল ভাঙচুরের চেষ্টা আমাদের আবেগ ও অনুভূতিতে চরম আঘাতের মতো। এ বর্বরোচিত ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এড. জিল্লুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. শাহ আজিজুল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া। এ ছাড়া জেলা আওয়ামী লীগের বন এ পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিলকিস বেগম, জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমনসহ অনেকেই কর্মসূচিতে অংশ নেন। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর শহরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্ত্বরে পৌরসভার অর্থে নির্মিত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালের নাম ফলক ভাঙচুর ও ম্যুরাল ভাঙচুরের চেষ্টা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ঐ রাতেই কিশোরগঞ্জ মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ পারভেজ নামে এক যুবককে আটক করে জেল হাজতে পাঠিয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাকসু নির্বাচন বর্জনের পর রাতে বিক্ষোভ মিছিল ছাত্রদলের

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা

প্রশাসনের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ ছাত্রদল সমর্থিত ভিপির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত