বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কিশোরগঞ্জের বাজিতপুরের ১১ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানেরা আত্মগোপনে আছেন। অনেকে হয়েছেন একাধিক মামলায় আসামি। সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় তিনজন ইউপি চেয়ারম্যান জামিন পেলেও পরিষদে আসছেন না। এতে প্রায় দুই মাস ধরে ভোগান্তিতে পড়েছেন নাগরিক সেবাপ্রত্যাশীরা।
বিভিন্ন ইউপি সূত্রে জানা গেছে, উপজেলার ১১ ইউপি চেয়ারম্যান স্থানীয় সাবেক সংসদ সদস্য (এমপি) আফজাল হোসেনের সমর্থনে নির্বাচিত হন। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হওয়া হালিমপুর ইউপির উমর ফারুক রাসেল আফজালের শ্যালক। বলিয়ার্দী ইউপির চেয়ারম্যান মো. আবুল কাশেম ভাগনে হন আফজালের। আর মাইজচর ইউনিয়নের তাবারক মিয়া গত ইউপি নির্বাচনে সদস্য হন।
উপজেলার অন্য ৮ ইউপির চেয়ারম্যানেরা নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকে। তাঁরা সাবেক এমপি আফজাল সমর্থিত বলে এক সূত্রে জানা গেছে। এসব চেয়ারম্যান হলেন হুমাইপুর ইউপির রফিকুল ইসলাম ধনু, দিলালপুর ইউপির গোলাম কিবরিয়া নোভেল, সরারচর ইউপির হাবিবুর রহমান স্বপন, হিলচিয়া ইউপির মাযহারুল হক নাহিদ, দীঘিরপাড় ইউপির আব্দুল কাইয়ুম, পিরিজপুর ইউপির জাফর ইকবাল জুয়েল, গাজীরচর ইউপির মো. জুয়েল মিয়া ও কৈলাগ ইউপির কায়সার এ হাবিব।
সরেজমিনে জানা গেছে, উপজেলার ১১ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দেখা মিলছে না কোনো চেয়ারম্যানের। ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। ভোগান্তিতে পড়েছেন সেবাপ্রার্থীরা। ইউনিয়ন পরিষদগুলোতে জন্মসনদ, মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, ট্রেড লাইসেন্সসহ কোনো সেবা মিলছে না। ইউনিয়নগুলোতে সচিব স্বল্প পরিসরে দায়িত্ব পালন করছেন।
গত রোববার গাজীরচর ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা গেছে, বেশ কয়জন সেবাপ্রার্থী জন্মসনদ, ওয়ারিশান সনদ ও পরিচয়পত্র নিতে আসছেন। চেয়ারম্যান না থাকায় সরকারি কর্মকর্তা নিয়োগ দিলেও তিনি কাজ না করায় হতাশ হয়ে বাড়ি ফিরতে হচ্ছে এসব সেবাপ্রত্যাশীকে।
গাজীরচর ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমাকে জন্ম ও মৃত্যু নিবন্ধনের কাজগুলো কারার জন্য একটি চিঠি দিলেও পাসওয়ার্ড না দেওয়ায় সঠিক সেবা দিতে পারছি না।’
তিনটি ইউনিয়ন পরিষদে সরকারি কর্মকর্তা বাকিগুলোতে প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হলেও বিভিন্ন চাপে তাঁরা দায়িত্ব পালন করতে পারছেন না। আত্মগোপনে থাকা চেয়ারম্যানরা প্যানেল চেয়ারম্যানদের ভয়ভীতি দেখাচ্ছেন বলে নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট কয়েকজন জানান। এ ছাড়া বিএনপির নেতারা অনেক প্যানেল চেয়ারম্যানকে মেনে নিতে চাইছেন না।
বাজিতপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারশিদ বিন এনাম বলেন, তিনটি ইউপির চেয়ারম্যানরা ৫ আগস্টের পর থেকেই পলাতক। এসব ইউনিয়নের জন্ম ও মৃত্যু নিবন্ধনের কাজগুলো সরকারি কর্মকর্তা নিয়োগ দিয়ে চালানো হচ্ছে। বাকি আটটি ইউপিতে আপাতত প্যানেল চেয়ারম্যান হিসেবে একেকজন ওয়ার্ড সদস্য দায়িত্ব পালন করছেন। যেহেতু ইউপি চেয়ারম্যানরা অফিস করছেন না, ফলে পরিষদের কার্যক্রম চলমান রাখার স্বার্থে আমাকে পর্যায়ক্রমে এসব ইউপিতে পরিদর্শনে যেতে হচ্ছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কিশোরগঞ্জের বাজিতপুরের ১১ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানেরা আত্মগোপনে আছেন। অনেকে হয়েছেন একাধিক মামলায় আসামি। সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় তিনজন ইউপি চেয়ারম্যান জামিন পেলেও পরিষদে আসছেন না। এতে প্রায় দুই মাস ধরে ভোগান্তিতে পড়েছেন নাগরিক সেবাপ্রত্যাশীরা।
বিভিন্ন ইউপি সূত্রে জানা গেছে, উপজেলার ১১ ইউপি চেয়ারম্যান স্থানীয় সাবেক সংসদ সদস্য (এমপি) আফজাল হোসেনের সমর্থনে নির্বাচিত হন। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হওয়া হালিমপুর ইউপির উমর ফারুক রাসেল আফজালের শ্যালক। বলিয়ার্দী ইউপির চেয়ারম্যান মো. আবুল কাশেম ভাগনে হন আফজালের। আর মাইজচর ইউনিয়নের তাবারক মিয়া গত ইউপি নির্বাচনে সদস্য হন।
উপজেলার অন্য ৮ ইউপির চেয়ারম্যানেরা নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকে। তাঁরা সাবেক এমপি আফজাল সমর্থিত বলে এক সূত্রে জানা গেছে। এসব চেয়ারম্যান হলেন হুমাইপুর ইউপির রফিকুল ইসলাম ধনু, দিলালপুর ইউপির গোলাম কিবরিয়া নোভেল, সরারচর ইউপির হাবিবুর রহমান স্বপন, হিলচিয়া ইউপির মাযহারুল হক নাহিদ, দীঘিরপাড় ইউপির আব্দুল কাইয়ুম, পিরিজপুর ইউপির জাফর ইকবাল জুয়েল, গাজীরচর ইউপির মো. জুয়েল মিয়া ও কৈলাগ ইউপির কায়সার এ হাবিব।
সরেজমিনে জানা গেছে, উপজেলার ১১ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দেখা মিলছে না কোনো চেয়ারম্যানের। ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। ভোগান্তিতে পড়েছেন সেবাপ্রার্থীরা। ইউনিয়ন পরিষদগুলোতে জন্মসনদ, মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, ট্রেড লাইসেন্সসহ কোনো সেবা মিলছে না। ইউনিয়নগুলোতে সচিব স্বল্প পরিসরে দায়িত্ব পালন করছেন।
গত রোববার গাজীরচর ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা গেছে, বেশ কয়জন সেবাপ্রার্থী জন্মসনদ, ওয়ারিশান সনদ ও পরিচয়পত্র নিতে আসছেন। চেয়ারম্যান না থাকায় সরকারি কর্মকর্তা নিয়োগ দিলেও তিনি কাজ না করায় হতাশ হয়ে বাড়ি ফিরতে হচ্ছে এসব সেবাপ্রত্যাশীকে।
গাজীরচর ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমাকে জন্ম ও মৃত্যু নিবন্ধনের কাজগুলো কারার জন্য একটি চিঠি দিলেও পাসওয়ার্ড না দেওয়ায় সঠিক সেবা দিতে পারছি না।’
তিনটি ইউনিয়ন পরিষদে সরকারি কর্মকর্তা বাকিগুলোতে প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হলেও বিভিন্ন চাপে তাঁরা দায়িত্ব পালন করতে পারছেন না। আত্মগোপনে থাকা চেয়ারম্যানরা প্যানেল চেয়ারম্যানদের ভয়ভীতি দেখাচ্ছেন বলে নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট কয়েকজন জানান। এ ছাড়া বিএনপির নেতারা অনেক প্যানেল চেয়ারম্যানকে মেনে নিতে চাইছেন না।
বাজিতপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারশিদ বিন এনাম বলেন, তিনটি ইউপির চেয়ারম্যানরা ৫ আগস্টের পর থেকেই পলাতক। এসব ইউনিয়নের জন্ম ও মৃত্যু নিবন্ধনের কাজগুলো সরকারি কর্মকর্তা নিয়োগ দিয়ে চালানো হচ্ছে। বাকি আটটি ইউপিতে আপাতত প্যানেল চেয়ারম্যান হিসেবে একেকজন ওয়ার্ড সদস্য দায়িত্ব পালন করছেন। যেহেতু ইউপি চেয়ারম্যানরা অফিস করছেন না, ফলে পরিষদের কার্যক্রম চলমান রাখার স্বার্থে আমাকে পর্যায়ক্রমে এসব ইউপিতে পরিদর্শনে যেতে হচ্ছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
৩৬ মিনিট আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৫ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৮ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৯ ঘণ্টা আগে