Ajker Patrika

পাকুন্দিয়ায় জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, (পাকুন্দিয়া) কিশোরগঞ্জ
পাকুন্দিয়ায় জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ধানক্ষেত থেকে বাদল মিয়া (৬৪) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।

আজ মঙ্গলবার সকালে উপজেলার হোসেন্দী পূর্ব কুমারপুরের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি হোসেন্দী পূর্বপাড়া গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে।   

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাদল মিয়া স্ত্রী ও সন্তান নিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার কামালিয়ারচর এলাকায় শশুড় বাড়িতে বসবাস করতেন। তাঁর স্ত্রী প্যারালাইসিস এবং তিনি নিজেও মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। সোমবার রাতে হোসেন্দী পূর্বপাড়া গ্রামের নিজ বাড়িতে আসেন তিনি।  পরে ভোরের দিকে বাড়ি থেকে বের হয়ে হোসেন্দী পূর্ব কুমারপুর এলাকায় রাস্তার পাশে একটি ধানক্ষেতে বসেন। পরে কোন এক সময় ধানক্ষেতে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।    

পাকুন্দিয়া থানার ওসি মো.সারোয়ার জাহান বলেন, উদ্ধারকৃত মরদেহের সাথে ঘুমের ওষুধ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমের ঘোরে জমিতে পড়ে তিনি মারা যান। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে বলে মন্তব্য করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ইসরায়েলের হামলার কী জবাব হবে—আরব-ইসলামিক সম্মেলন ডাকল কাতার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত