শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে ডিলারদের কারসাজিতে সরকারনির্ধারিত ৮০০ টাকা বস্তার (৫০ কেজির) ইউরিয়া সার মোটা-চিকন প্রকারভেদে ৯৫০ থেকে ১ হাজার ৫০ টাকায় বিক্রি হচ্ছে। সরকারি তদারকি না থাকায় আমনের ভরা মৌসুমে ইউরিয়া সারের এমন মূল্য বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ কৃষকদের। পাশাপাশি সরকারনির্ধারিত লাইসেন্সকৃত ডিলারদের কালোবাজারির কারণে দিশেহারা চাষিরা।
আজ বৃহস্পতিবার জেলার সদর উপজেলার মাইজখাপন, মহিনন্দ, কর্শাকড়িয়াইল এবং তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের তালজাঙ্গা বাজার এলাকায় কৃষকদের সঙ্গে কথা বলে এমন পরিস্থিতির কথা জানা যায়। এ সময় বিসিআইসি নিয়োগকৃত সার ডিলারদের অধিকাংশ দোকান তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে। দু-একটি খোলা থাকলেও নিয়ম অনুযায়ী সার বিক্রির যে মূল্যতালিকা ঝুলিয়ে রাখার কথা, তা দেখা যায়নি।
কৃষকেরা জানান, অতিরিক্ত মূল্যে ইউরিয়া সার বিক্রির কারণে কোনো সারের দোকানদার ক্রয় রসিদ দিচ্ছেন না তাঁদের।
সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের কৃষক হেলাল উদ্দিন জানান, তিনি ১ বস্তা ইউরিয়া সার (চিকন) ১ হাজার টাকায় খুচরা সার বিক্রেতার কাছ থেকে সংগ্রহ করেছেন। তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের তালজাঙ্গা বাজারের খুচরা এক সার বিক্রেতা জানান, ডিলারদের কাছ থেকেই এসব সার বেশি মূল্যে তারা সংগ্রহ করে কৃষকদের কাছে বিক্রি করেন। এ কারণে বাধ্য হয়ে তাঁরা প্রকারভেদে এসব ইউরিয়া সার বস্তায় ৯৫০ থেকে ১ হাজার টাকা বিক্রি করছেন।
একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ডিলারদের মধ্যে মুনাফালোভী অধিকাংশ ডিলারই বরাদ্দকৃত সার নিজ ইউনিয়নের খুচরা সার বিক্রেতাদের মধ্যে সরকারনির্ধারিত মূল্যে বিক্রি না করে পার্শ্ববর্তী ইউনিয়নের সার বিক্রেতাদের কাছে বেশি দামে কালোবাজারে বিক্রি করে দিচ্ছেন। নিয়ম অনুযায়ী, এসব বরাদ্দকৃত সার আমদানির অ্যারাইভাল রিপোর্ট স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রদর্শনপূর্বক তাঁদের স্বাক্ষর নিয়ে গুদামজাত ও বিক্রি করার কথা। কিন্তু রহস্যজনক কারণে এ নিয়মকে উপেক্ষা করার সুযোগ পাওয়ায় বাজারে সারের কৃত্রিম সংকট ভয়াবহ রূপ নিচ্ছে।
এসব বিষয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জামাল উদ্দিন বলেন, উপজেলার দানাপাটুলি ইউনিয়নে মিজানুর রহমান নামে বিসিআইসি ডিলার কালোবাজারে ১৭৫ বস্তা ইউরিয়া সার বিক্রি করে দিয়েছেন বলে স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা তাঁর কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় তদন্ত করে ওই ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তবে গত ৮ সেপ্টেম্বর এমন লিখিত অভিযোগ পাওয়ার পরও বহাল তবিয়তেই রয়েছেন অভিযুক্ত ডিলার।
জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যসচিব জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামার বাড়ি) উপপরিচালক কৃষিবিদ মো. ছাইফুল আলম আজকের পত্রিকাকে বলেন, এমন পরিস্থিতি মোকাবিলায় তদারকি ব্যবস্থা জোরদার করার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত বসানো শুরু হয়েছে। কিছু কিছু ডিলার ও খুচরা ব্যবসায়ীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। সার কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
মো. ছাইফুল আলম আরও জানান, সারের কোনো সংকট নেই। এ জেলার বিসিআইসি নিয়োগকৃত ১৫৫ জন ডিলার এরই মধ্যে ৩ হাজার ৮৬৮ টন সার বরাদ্দ পেয়েছেন। এ ছাড়া আরও ১ হাজার টন বিশেষ বরাদ্দ রয়েছে।
কিশোরগঞ্জে ডিলারদের কারসাজিতে সরকারনির্ধারিত ৮০০ টাকা বস্তার (৫০ কেজির) ইউরিয়া সার মোটা-চিকন প্রকারভেদে ৯৫০ থেকে ১ হাজার ৫০ টাকায় বিক্রি হচ্ছে। সরকারি তদারকি না থাকায় আমনের ভরা মৌসুমে ইউরিয়া সারের এমন মূল্য বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ কৃষকদের। পাশাপাশি সরকারনির্ধারিত লাইসেন্সকৃত ডিলারদের কালোবাজারির কারণে দিশেহারা চাষিরা।
আজ বৃহস্পতিবার জেলার সদর উপজেলার মাইজখাপন, মহিনন্দ, কর্শাকড়িয়াইল এবং তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের তালজাঙ্গা বাজার এলাকায় কৃষকদের সঙ্গে কথা বলে এমন পরিস্থিতির কথা জানা যায়। এ সময় বিসিআইসি নিয়োগকৃত সার ডিলারদের অধিকাংশ দোকান তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে। দু-একটি খোলা থাকলেও নিয়ম অনুযায়ী সার বিক্রির যে মূল্যতালিকা ঝুলিয়ে রাখার কথা, তা দেখা যায়নি।
কৃষকেরা জানান, অতিরিক্ত মূল্যে ইউরিয়া সার বিক্রির কারণে কোনো সারের দোকানদার ক্রয় রসিদ দিচ্ছেন না তাঁদের।
সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের কৃষক হেলাল উদ্দিন জানান, তিনি ১ বস্তা ইউরিয়া সার (চিকন) ১ হাজার টাকায় খুচরা সার বিক্রেতার কাছ থেকে সংগ্রহ করেছেন। তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের তালজাঙ্গা বাজারের খুচরা এক সার বিক্রেতা জানান, ডিলারদের কাছ থেকেই এসব সার বেশি মূল্যে তারা সংগ্রহ করে কৃষকদের কাছে বিক্রি করেন। এ কারণে বাধ্য হয়ে তাঁরা প্রকারভেদে এসব ইউরিয়া সার বস্তায় ৯৫০ থেকে ১ হাজার টাকা বিক্রি করছেন।
একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ডিলারদের মধ্যে মুনাফালোভী অধিকাংশ ডিলারই বরাদ্দকৃত সার নিজ ইউনিয়নের খুচরা সার বিক্রেতাদের মধ্যে সরকারনির্ধারিত মূল্যে বিক্রি না করে পার্শ্ববর্তী ইউনিয়নের সার বিক্রেতাদের কাছে বেশি দামে কালোবাজারে বিক্রি করে দিচ্ছেন। নিয়ম অনুযায়ী, এসব বরাদ্দকৃত সার আমদানির অ্যারাইভাল রিপোর্ট স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রদর্শনপূর্বক তাঁদের স্বাক্ষর নিয়ে গুদামজাত ও বিক্রি করার কথা। কিন্তু রহস্যজনক কারণে এ নিয়মকে উপেক্ষা করার সুযোগ পাওয়ায় বাজারে সারের কৃত্রিম সংকট ভয়াবহ রূপ নিচ্ছে।
এসব বিষয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জামাল উদ্দিন বলেন, উপজেলার দানাপাটুলি ইউনিয়নে মিজানুর রহমান নামে বিসিআইসি ডিলার কালোবাজারে ১৭৫ বস্তা ইউরিয়া সার বিক্রি করে দিয়েছেন বলে স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা তাঁর কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় তদন্ত করে ওই ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তবে গত ৮ সেপ্টেম্বর এমন লিখিত অভিযোগ পাওয়ার পরও বহাল তবিয়তেই রয়েছেন অভিযুক্ত ডিলার।
জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যসচিব জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামার বাড়ি) উপপরিচালক কৃষিবিদ মো. ছাইফুল আলম আজকের পত্রিকাকে বলেন, এমন পরিস্থিতি মোকাবিলায় তদারকি ব্যবস্থা জোরদার করার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত বসানো শুরু হয়েছে। কিছু কিছু ডিলার ও খুচরা ব্যবসায়ীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। সার কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
মো. ছাইফুল আলম আরও জানান, সারের কোনো সংকট নেই। এ জেলার বিসিআইসি নিয়োগকৃত ১৫৫ জন ডিলার এরই মধ্যে ৩ হাজার ৮৬৮ টন সার বরাদ্দ পেয়েছেন। এ ছাড়া আরও ১ হাজার টন বিশেষ বরাদ্দ রয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ভাঙ্গা উপজেলার কৈডুবি সদরদি এলাকায় রেলপথের ৮১ নম্বর গেটে গাছের গুঁড়ি ফেলে রেখে আলগী ইউনিয়নবাসী বিক্ষোভ শুরু করেন। এই অবরোধের কারণে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস নামের একটি ট্রেন আটকে পড়েছে।
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর বাসন থানাধীন দিঘীরপাড় এলাকায় বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অবরোধের ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার কারণে অসংখ্য যাত্রী ও চালক চরম দুর্ভোগে পড়েন।
১ ঘণ্টা আগেমেহেরপুরের গাংনীতে পরিত্যাক্ত অবস্থায় দেশীয় প্রযুক্তিতে তৈরী একটি অবৈধ সচল ওয়ান শুটার গান (আগ্নেয়াস্ত্র) উদ্ধার করেছে র্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুর। গতকাল বুধবার রাতে উপজেলার হিজলবাড়ী বটতলার মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ওয়ান শুটার গানটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেমুন্সিগঞ্জের সিরাজদিখানে একটি মাদরাসায় গরু জবাই করে মাংস কাটার সময় বিদ্যুতায়িত হয়ে আসাদুজ্জামান ইশতিয়াক (১৫) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ইশতিয়াক মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।
২ ঘণ্টা আগে