প্রতিনিধি, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ)
সতেরো মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এরই মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি শুরু করেছে সরকার। অষ্টগ্রামে সব বিদ্যালয়ে চলছে জোর প্রস্তুতি। উপজেলা শিক্ষা কার্যালয় থেকে নিয়মিত স্কুল পরিদর্শন করা হচ্ছে।
উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত দ্রুত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর স্কুল পরিষ্কার, মেরামত, শিক্ষার্থীদের অবস্থান, বাড়ির কাজ ও শিক্ষকদের স্কুলে অবস্থানের নির্দেশনা দিয়েছে। নির্দেশনা অনুযায়ী বিদ্যালয় খোলার প্রস্তুতি চলছে।
সোমবার সকালে কলমা ইউনিয়নের শিবলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সহকারী শিক্ষক মো. উজ্জ্বল মিয়া ও জুয়েল চন্দ্র রায়সহ চারজন শিক্ষক স্কুল ধোয়ামোছার কাজ করছেন। তাঁরা জীবাণুনাশক দিয়ে স্কুলের মেঝে, বেঞ্চ, চেয়ার-টেবিল পরিষ্কার করেছেন।
এরই মধ্যে পূর্ব অষ্টগ্রাম কবিরখান্দান সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য অষ্টগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, পরাশরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম ও মো. মোস্তাফিজুর রহমান।
জানা যায়, কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের ৮ ইউনিয়নে ৮৩ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থী প্রায় ২৩ হাজার। শিক্ষক ৫১১ জন। এ ছাড়া ১৮টি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষার্থী প্রায় ২ হাজার ৫০০। শিক্ষক ১৪৫ জন।
তবে, উপজেলা শিক্ষা কার্যালয় নিবন্ধিত কিন্ডারগার্টেন ১০ টি। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে তিনটি কিন্ডারগার্টেন।
শিক্ষক মো. উজ্জ্বল মিয়া বলেন, স্কুল পরিষ্কার করছি, ভালো লাগছে। স্কুল খোলা হলে ছাত্রছাত্রীরা আসবে, এটাই আনন্দের। অপেক্ষা করছি, নির্দেশ পেলেই পাঠদান শুরু করা হবে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় উপজেলার সব বিদ্যালয় যথারীতি শিক্ষকেরা খুলেছেন। শিক্ষকেরা শিক্ষার্থীদের মধ্যে বিতরণকৃত ওয়ার্কশিট মূল্যায়ন, বিদ্যালয়ের নিরাপদ পরিবেশ তৈরি ও গৃহ পরিদর্শন করে শিক্ষার্থীদের খোঁজখবর নিচ্ছেন। আমরা নিয়মিত পরিদর্শন করে বিদ্যালয় খোলার অনুকূল পরিবেশ তৈরি করছি।
সতেরো মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এরই মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি শুরু করেছে সরকার। অষ্টগ্রামে সব বিদ্যালয়ে চলছে জোর প্রস্তুতি। উপজেলা শিক্ষা কার্যালয় থেকে নিয়মিত স্কুল পরিদর্শন করা হচ্ছে।
উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত দ্রুত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর স্কুল পরিষ্কার, মেরামত, শিক্ষার্থীদের অবস্থান, বাড়ির কাজ ও শিক্ষকদের স্কুলে অবস্থানের নির্দেশনা দিয়েছে। নির্দেশনা অনুযায়ী বিদ্যালয় খোলার প্রস্তুতি চলছে।
সোমবার সকালে কলমা ইউনিয়নের শিবলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সহকারী শিক্ষক মো. উজ্জ্বল মিয়া ও জুয়েল চন্দ্র রায়সহ চারজন শিক্ষক স্কুল ধোয়ামোছার কাজ করছেন। তাঁরা জীবাণুনাশক দিয়ে স্কুলের মেঝে, বেঞ্চ, চেয়ার-টেবিল পরিষ্কার করেছেন।
এরই মধ্যে পূর্ব অষ্টগ্রাম কবিরখান্দান সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য অষ্টগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, পরাশরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম ও মো. মোস্তাফিজুর রহমান।
জানা যায়, কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের ৮ ইউনিয়নে ৮৩ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থী প্রায় ২৩ হাজার। শিক্ষক ৫১১ জন। এ ছাড়া ১৮টি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষার্থী প্রায় ২ হাজার ৫০০। শিক্ষক ১৪৫ জন।
তবে, উপজেলা শিক্ষা কার্যালয় নিবন্ধিত কিন্ডারগার্টেন ১০ টি। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে তিনটি কিন্ডারগার্টেন।
শিক্ষক মো. উজ্জ্বল মিয়া বলেন, স্কুল পরিষ্কার করছি, ভালো লাগছে। স্কুল খোলা হলে ছাত্রছাত্রীরা আসবে, এটাই আনন্দের। অপেক্ষা করছি, নির্দেশ পেলেই পাঠদান শুরু করা হবে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় উপজেলার সব বিদ্যালয় যথারীতি শিক্ষকেরা খুলেছেন। শিক্ষকেরা শিক্ষার্থীদের মধ্যে বিতরণকৃত ওয়ার্কশিট মূল্যায়ন, বিদ্যালয়ের নিরাপদ পরিবেশ তৈরি ও গৃহ পরিদর্শন করে শিক্ষার্থীদের খোঁজখবর নিচ্ছেন। আমরা নিয়মিত পরিদর্শন করে বিদ্যালয় খোলার অনুকূল পরিবেশ তৈরি করছি।
নতুন করারোপ ছাড়া খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ২০২৫-২৬ অর্থবছরে ৭১৯ কোটি ৫০ লাখ ৩৬ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে করপোরেশনের শহীদ আলতাফ মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার।
২৫ মিনিট আগেরাজধানীর কামরাঙ্গীরচর খোলামোড়া এলাকায় আকরাম হোসেন (২৭) নামের ছুরিকাহত ব্যাটারিচালিত রিকশাচালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি।
২৮ মিনিট আগেবগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু ও তাঁর স্ত্রী জোবাইদা আহসান জবার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া নিষেধাজ্ঞা জারির এই আদেশ দেন।
১ ঘণ্টা আগেআব্দুল্লাহ আল নোমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন দলান্ধ। নির্বাচন নিয়ে আমরা আমাদের দাবিদাওয়া জানাব। প্রশাসন যদি সেগুলো না মানে, তাহলে আমরা নির্বাচনে যাব কি না, ভেবে দেখব এবং পরে বসে সিদ্ধান্ত নেব। তবে আমরা লেবেল প্লেয়িং ফিল্ড নিয়ে সন্দিহান।’
১ ঘণ্টা আগে