Ajker Patrika

বাজিতপুরে সংঘর্ষে নিহত ১, আহত ২০

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
বাজিতপুরে সংঘর্ষে নিহত ১, আহত ২০

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় কৈলাগ ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কৈলাগ ও রাহেলা গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।

সংঘর্ষে নিহতের নাম শফি মিয়া (৫০)। তিনি কৈলাগ গ্রামের তারু মিয়ার ছেলে। গুরুতর আহতরা হলেন, সেকান্দর আলীর ছেলে মস্তু মিয়া (৪৫), ছেনু মিয়ার ছেলে ছালমান মিয়া (২৬), ও ইমরান মিয়া (২৫)। তাঁদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কৈলাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিষ্টু মিয়া ও আলমগীর মেম্বারের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। গতকাল বৃহস্পতিবার আলমগীর পাশের গ্রাম শ্বশুরবাড়িতে বেড়াতে গেলে দুই তিনজন তাকে রাস্তা আটকে মারধর করে। এ ঘটনার জেরে আজ শুক্রবার  সংঘর্ষ শুরু হয়। 

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, সংঘর্ষে একজন নিহত ও ২০ জন আহত হয়েছে। নিহত শফি মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। সংঘর্ষের পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রিজন ভ্যান থামিয়ে ছাগল-কাণ্ডের মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

দেশে প্রথমবারের মতো চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই, সুবিধা কী

মাজার ভেঙে লাশ পোড়ানোর সঙ্গে ইসলামের সম্পর্ক নেই: ইসলামী আন্দোলন

নুরাল পাগলার দাফনকে কেন্দ্র করে যেভাবে সহিংসতা ঘটল

রূপপুরের বালিশ-কাণ্ডে এক প্রকৌশলীকে বাধ্যতামূলক অবসর, অন্যজনের নিম্ন গ্রেডে অবনমন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত