Ajker Patrika

কিশোরগঞ্জে করোনায় মৃত্যু ৫, আক্রান্ত ৫৫ 

কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে করোনায় মৃত্যু ৫, আক্রান্ত ৫৫ 

কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে পাঁচ মারা গেছেন। ২৪৮ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৫৫ জন করোনা শনাক্ত হয়েছেন। জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। 

মৃত পাঁচজনই কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে দুজন এবং উপসর্গে তিনজন মারা যান। 

সিভিল সার্জন জানান, জেলায় নতুন করোনা শনাক্ত হওয়া মোট ৫৫ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৪০ জন। বাকি ১৫ জনের মধ্যে করিমগঞ্জ উপজেলায় দুজন, তাড়াইল উপজেলায় তিনজন, পাকুন্দিয়া উপজেলায় পাঁচজন, কটিয়াদী উপজেলায় দুজন, কুলিয়ারচর উপজেলায় একজন, ভৈরব উপজেলায় একজন এবং বাজিতপুর উপজেলায় একজন শনাক্ত হয়েছে। 

জেলায় করোনায় মোট মারা যাওয়া ১০৪ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৩৭ জন। 

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে বর্তমানে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ১৩৩ ভর্তি আছেন, যাদের মধ্যে ১০ জন আইসিইউতে রয়েছেন। 

এখন পর্যন্ত জেলায় মোট শনাক্ত ৬ হাজার ৭৬৭ জন, সুস্থ হয়েছেন ৫ হাজার ৪০১ এবং মৃত্যুবরণ করেছেন ১০৪ জন। 

বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী ১ হাজার ২৬২ জন। তাঁদের মধ্যে ৮৬ জন হাসপাতাল ও ১১৭৬ জন হোম আইসোলেশনে রয়েছেন। 

বর্তমানে করোনা আক্রান্ত মোট ১ হাজার ২৬২ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৭৬৯ জন, হোসেনপুর উপজেলায় ২৫ জন, করিমগঞ্জ উপজেলায় ৩৯ জন, তাড়াইল উপজেলায় ৪০ জন, পাকুন্দিয়া উপজেলায় ৬৮ জন, কটিয়াদী উপজেলায় ৮৮ জন, কুলিয়ারচর উপজেলায় ২২ জন, ভৈরব উপজেলায় ১৪৮ জন, নিকলী উপজেলায় ১০ জন, বাজিতপুর উপজেলায় ২৮ জন, ইটনা উপজেলায় ২৩ জন এবং মিঠামইন উপজেলায় দুজন রয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব: জাকসু নির্বাচন কমিশন

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত