যশোরের মনিরামপুরে গ্রাম পর্যায়ে করোনা টিকার প্রথম ডোজ প্রদানের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের কিসমত চাকলা গ্রামে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আবুল হোসেন। ইউনিয়নের লক্ষ্মীকান্তপুর এবং হাজরাকাঠি কেন্দ্রে এ টিকা দেওয়া হচ্ছে।
জানা গেছে, প্রথম দিনে উপজেলার ৫১টি সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) কেন্দ্রে ৩০০ জন এ টিকা নেন। সপ্তাহে দুদিন ইপিআই কেন্দ্রে টিকা প্রদান করা হবে। টিকার নিবন্ধন না থাকলেও যে কেউ এ টিকা নিতে পারবেন।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সাধারণ মানুষের কষ্ট কমাতে গ্রাম পর্যায়ে টিকা দেওয়ার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। উপজেলায় মোট ৪০৮টি টিকাদান (ইপিআই) কেন্দ্র রয়েছে। প্রতি কেন্দ্রে ৩০০ জন করে মোট ১ লাখ ২২ হাজার ৪০০ জন করোনা টিকার প্রথম ডোজ পাবেন। প্রতি সপ্তাহের শনি ও মঙ্গলবার এ টিকা দেওয়া হবে। একেকদিন ৫১টি কেন্দ্রে ১৫ হাজার ৩০০ জন টিকা নিতে পারবেন। পুরো জানুয়ারি মাস জুড়ে এ টিকা প্রদান করা হবে।
যাদের টিকার নিবন্ধন করা নেই তাঁরাও কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে থাকলে টিকা নিতে পারবেন। যাদের কোনো কাগজপত্র নেই তাঁরা ইউপি চেয়ারম্যানের প্রত্যয়নপত্র নিয়ে আসলে টিকা নিতে পারবেন।
এ বিষয়ে জলকর রোহিতা গ্রামের আবু বকর ছিদ্দিক বলেন, গ্রাম পর্যায়ে করোনা টিকার কার্যক্রমে খুশি টিকা গ্রহীতারা। আমার বাড়ির পাশে আজ টিকা দেওয়া হয়েছে। ভোগান্তি ছাড়াই সবাই টিকা নিতে পেড়েছেন।
খেদাপাড়া ইউনিয়নে দায়িত্বরত স্বাস্থ্যকর্মী মহিতোষ কুমার বলেন, আজকে ইউনিয়নের তিনটি ইপিআই কেন্দ্রে ৯০০ জনকে আমরা তিনজন স্বাস্থ্যকর্মী মিলে করোনার টিকার প্রথম ডোজ দিয়েছি। যাদের টিকার রেজিস্ট্রেশন ছিল না তাঁদের নাম-ঠিকানা লিখে নিয়ে টিকা দেওয়া হয়েছে।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ বলেন, সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে গ্রামপর্যায়ে করোনার টিকা দেওয়া শুরু করা হয়েছে। পুরো জানুয়ারি মাস জুড়ে সপ্তাহে দুদিন করে এ টিকা দেওয়া হবে।
যশোরের মনিরামপুরে গ্রাম পর্যায়ে করোনা টিকার প্রথম ডোজ প্রদানের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের কিসমত চাকলা গ্রামে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আবুল হোসেন। ইউনিয়নের লক্ষ্মীকান্তপুর এবং হাজরাকাঠি কেন্দ্রে এ টিকা দেওয়া হচ্ছে।
জানা গেছে, প্রথম দিনে উপজেলার ৫১টি সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) কেন্দ্রে ৩০০ জন এ টিকা নেন। সপ্তাহে দুদিন ইপিআই কেন্দ্রে টিকা প্রদান করা হবে। টিকার নিবন্ধন না থাকলেও যে কেউ এ টিকা নিতে পারবেন।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সাধারণ মানুষের কষ্ট কমাতে গ্রাম পর্যায়ে টিকা দেওয়ার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। উপজেলায় মোট ৪০৮টি টিকাদান (ইপিআই) কেন্দ্র রয়েছে। প্রতি কেন্দ্রে ৩০০ জন করে মোট ১ লাখ ২২ হাজার ৪০০ জন করোনা টিকার প্রথম ডোজ পাবেন। প্রতি সপ্তাহের শনি ও মঙ্গলবার এ টিকা দেওয়া হবে। একেকদিন ৫১টি কেন্দ্রে ১৫ হাজার ৩০০ জন টিকা নিতে পারবেন। পুরো জানুয়ারি মাস জুড়ে এ টিকা প্রদান করা হবে।
যাদের টিকার নিবন্ধন করা নেই তাঁরাও কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে থাকলে টিকা নিতে পারবেন। যাদের কোনো কাগজপত্র নেই তাঁরা ইউপি চেয়ারম্যানের প্রত্যয়নপত্র নিয়ে আসলে টিকা নিতে পারবেন।
এ বিষয়ে জলকর রোহিতা গ্রামের আবু বকর ছিদ্দিক বলেন, গ্রাম পর্যায়ে করোনা টিকার কার্যক্রমে খুশি টিকা গ্রহীতারা। আমার বাড়ির পাশে আজ টিকা দেওয়া হয়েছে। ভোগান্তি ছাড়াই সবাই টিকা নিতে পেড়েছেন।
খেদাপাড়া ইউনিয়নে দায়িত্বরত স্বাস্থ্যকর্মী মহিতোষ কুমার বলেন, আজকে ইউনিয়নের তিনটি ইপিআই কেন্দ্রে ৯০০ জনকে আমরা তিনজন স্বাস্থ্যকর্মী মিলে করোনার টিকার প্রথম ডোজ দিয়েছি। যাদের টিকার রেজিস্ট্রেশন ছিল না তাঁদের নাম-ঠিকানা লিখে নিয়ে টিকা দেওয়া হয়েছে।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ বলেন, সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে গ্রামপর্যায়ে করোনার টিকা দেওয়া শুরু করা হয়েছে। পুরো জানুয়ারি মাস জুড়ে সপ্তাহে দুদিন করে এ টিকা দেওয়া হবে।
চট্টগ্রামে অনুমোদন ছাড়াই ৮০ কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাতের অভিযোগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম মাসুদসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৪ মিনিট আগেরংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর গেটে এই কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।
৮ মিনিট আগেময়মনসিংহ নগরীর ফুটপাতে অবৈধ দোকান-হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে টাস্কফোর্স। অভিযানে অস্থায়ী হকার্স মার্কেট উচ্ছেদ ও পাঁচ দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া তাজমহলের মোড় থেকে নতুন বাজার এলাকায় ফুটপাতে ভাসমান দোকান ও হকার উচ্ছেদে চলাচলে স্বস্তি ফিরেছে।
২০ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জাহাঙ্গীর আলমকে প্যানেল চেয়ারম্যান থেকে অপসারণের দাবিতে আবারও বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী এবং ছাত্র-জনতা। রোববার দুপুরে উপজেলার পরিষদ ভবনের সামনে স্থানীয় এলাকাবাসী ও ছাত্র-জনতার ব্যানারে এ মানববন্ধন করা হয়।
২৭ মিনিট আগে