খুলনা প্রতিনিধি
ছয় দিন নিখোঁজের পর খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বদরুল হাসানকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ বুধবার নগরীর লবণচরা দারোগার লেন থেকে তাঁকে উদ্ধার করা হয়। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বদরুল খুলনা সরকারি হাজী মোহাম্মদ মুহসীন কলেজের শিক্ষার্থী। পাশাপাশি নগরীর শেখপাড়া এলাকায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারে পার্টটাইম চাকরি করেন তিনি।
লবণচরা থানার তদন্ত কর্মকর্তা পলাশ কুমার দাস তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ভোরে নগরীর লবণচরা থানার দারোগার লেনের সুলতানিয়া আহম্মেদ জামে মসজিদের সামনে বদরুল হাসানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।’
তিনি বলেন, ‘তবে গত ছয় দিন তিনি কোথায়–কী অবস্থায় ছিলেন, তা এখনো জানা যায়নি। তিনি সুস্থ হলে তাঁর সঙ্গে কথা বললে এ বিষয়গুলো জানা যাবে। আমরা তার সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি।’
স্থানীয়রা জানান, আজ ভোরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে মসজিদের মুসল্লিরা পুলিশকে লবণচরা থানায় খবর দেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ৫-৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সুমিত পাল আজকের পত্রিকাকে বলেন, ‘বদরুল হাসানের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। সে ভালো আছে। তবে সে কয়েক দিন ভিন্ন পরিবেশে ছিল, তার কারণে সে কিছুটা ট্রমার মধ্যে চলে গেছে। তার ট্রমা কাটানোর জন্য সেভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
এর আগে ৫ সেপ্টেম্বর ছাত্র আন্দোলন সমন্বয়ক বদরুল হাসান খুলনা নগরীর সোনাডাঙ্গার বাসা থেকে বের হন। এরপর নগরীর ময়লাপোতা এলাকায় বন্যার্তদের জন্য ত্রাণসামগ্রী প্যাকেট করেন। রাতে বাড়ি না ফেরায় পরদিন তাঁর স্ত্রী (৬ সেপ্টেম্বর) সদর ও সোনাডাঙ্গা থানায় দুটি ডায়েরি করেন।
ছয় দিন নিখোঁজের পর খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বদরুল হাসানকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ বুধবার নগরীর লবণচরা দারোগার লেন থেকে তাঁকে উদ্ধার করা হয়। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বদরুল খুলনা সরকারি হাজী মোহাম্মদ মুহসীন কলেজের শিক্ষার্থী। পাশাপাশি নগরীর শেখপাড়া এলাকায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারে পার্টটাইম চাকরি করেন তিনি।
লবণচরা থানার তদন্ত কর্মকর্তা পলাশ কুমার দাস তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ভোরে নগরীর লবণচরা থানার দারোগার লেনের সুলতানিয়া আহম্মেদ জামে মসজিদের সামনে বদরুল হাসানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।’
তিনি বলেন, ‘তবে গত ছয় দিন তিনি কোথায়–কী অবস্থায় ছিলেন, তা এখনো জানা যায়নি। তিনি সুস্থ হলে তাঁর সঙ্গে কথা বললে এ বিষয়গুলো জানা যাবে। আমরা তার সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি।’
স্থানীয়রা জানান, আজ ভোরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে মসজিদের মুসল্লিরা পুলিশকে লবণচরা থানায় খবর দেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ৫-৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সুমিত পাল আজকের পত্রিকাকে বলেন, ‘বদরুল হাসানের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। সে ভালো আছে। তবে সে কয়েক দিন ভিন্ন পরিবেশে ছিল, তার কারণে সে কিছুটা ট্রমার মধ্যে চলে গেছে। তার ট্রমা কাটানোর জন্য সেভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
এর আগে ৫ সেপ্টেম্বর ছাত্র আন্দোলন সমন্বয়ক বদরুল হাসান খুলনা নগরীর সোনাডাঙ্গার বাসা থেকে বের হন। এরপর নগরীর ময়লাপোতা এলাকায় বন্যার্তদের জন্য ত্রাণসামগ্রী প্যাকেট করেন। রাতে বাড়ি না ফেরায় পরদিন তাঁর স্ত্রী (৬ সেপ্টেম্বর) সদর ও সোনাডাঙ্গা থানায় দুটি ডায়েরি করেন।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশুর নাম সাইম (৪) ও লাবিব (২)। তারা আপন দুই ভাই। তারা চরমজিদ গ্রামের রেনু বাজারের উত্তর পাশে কুট্টিয়াবাড়ির সাহেদের ছেলে।
১ মিনিট আগেগণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (গকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে মৃদুল দেওয়ান এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়লাভ করেছেন রায়হান খান। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে ফলাফল ঘোষণা শেষ করে গকসু নির্বাচন কমিশন।
১ মিনিট আগেরাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৬ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৭ ঘণ্টা আগে