Ajker Patrika

কুষ্টিয়ায় করোনা ইউনিটে ৩ মাসের শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ১৪
কুষ্টিয়ায় করোনা ইউনিটে ৩ মাসের শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার রাত ৯টা থেকে শুক্রবার রাত ৯টা পর্যন্ত) চিকিৎসাধীন তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন শিশুটির মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম। 

মৃত শিশুটি কুষ্টিয়া সদর উপজেলার মঙ্গলবাড়ীয়া এলাকার বাসিন্দা। 

হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম বলেন, শিশুটি সেফটি সেমিয়াসহ কয়েকটি রোগে আক্রান্ত ছিল এবং সেই সঙ্গে করোনা পজিটিভ ছিল। বেশ কিছুদিন ধরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছিল। 

এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮শ জনে। জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় মৃতের সংখ্যা ৩৫৭ জন, কুমারখালীতে ১১০ জন, দৌলতপুরে ১০২ জন, ভেড়ামারা ৭৬ জন, মিরপুর ১১৮ জন এবং খোকসা উপজেলার ৩৭ জন। 
 
এদিকে, করোনাভাইরাসের ওমিক্রন ধরনের জন্য কুষ্টিয়াকে উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে ঘোষণা করা হলেও গত এক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে কুষ্টিয়ায় এর সংক্রমণ কমতে শুরু করেছে। 

জেলা সিভিল সার্জন অফিস এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের দেওয়া তথ্যমতে, কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার রাত ৯টা থেকে শুক্রবার রাত ৯টা পর্যন্ত) ১৮৪ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৭ শতাংশ। তবে আক্রান্তদের অধিকাংশই বাড়িতে চিকিৎসা নেওয়ার কারণে এখনো হাসপাতালে রোগীর চাপ তেমন একটা নেই বললেই চলে। 

হাসপাতালে পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম বলেন, এখন পর্যন্ত কুষ্টিয়া জেলায় করোনাভাইরাসের নমুনা পরীক্ষা হয়েছে ১ লাখ ৩০ হাজার ৩০২ জনের। রিপোর্ট পাওয়া গেছে ১ লাখ ২৫ হাজার ২৩১ জনের। এর মধ্যে ২১ হাজার ২২১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৮ হাজার ৬৯৫ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ২৭ জন। হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৬৮৬ জন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত