Ajker Patrika

বেশি ভোটার আনতে সবাই কাজ করছি: সাকিব

মাগুরা প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৮: ৪৮
বেশি ভোটার আনতে সবাই কাজ করছি: সাকিব

মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান বলেছেন, ‘উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে নৌকার কোনো বিকল্প আমি দেখি না। জেলা আওয়ামী লীগ কাজ করছে। আমরা কাজ করছি। সবাই মিলে অনেক ভোটার সমাগম করতে পারব বলে মনে করি।’

আজ বুধবার দুপুরে জেলা শহরের নীজনান্দুয়ালী স্কুল মাঠে পথসভার আয়োজন করে জেলা আওয়ামী লীগ। সেখানে সাকিব আল হাসান এসব কথা বলেন।

সাকিব আরও বলেন, ‘আগামী ৭ জানুয়ারি আপনারা আমাকে ভোট দেবেন। আপনাদের হয়ে কাজ করার সুযোগ দেবেন। মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করুন।’

পথসভার আগে আজ বেলা সাড়ে ১১টার দিকে কেশব মোড় নির্বাচনী প্রচারণা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে নির্বাচনের নানা দিক নিয়ে প্রশ্নের উত্তর দেন এই ক্রিকেটার।

মাগুরার ভোটাররা কেমন প্রশ্নে তিনি বলেন, ‘আমার এলাকায় আমি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ঘুরছি। বিভিন্ন পথসভায় মানুষের সঙ্গে দেখা হচ্ছে। আমার ইচ্ছা আছে এলাকার ৪ লাখ ৫০০ ভোটারের সঙ্গে দেখা করার।’

ভোটারদের সঙ্গে সরাসরি দেখা করার প্রশ্নে তিনি বলেন, ‘যেখানেই যাচ্ছি সেখানেই ভোটাররা রয়েছে। সবাই আমাকে ভোট দেবে বলছেন। আমিও তাঁদের ভাবনাকে স্বাগত জানাই।’

নির্বাচনে বিরোধী পক্ষ নিয়ে কী ভাবনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন বিরোধী দলে যারা আছে তাদের নিয়ে আমি এখন ভাবছি না। আমি আমার নির্বাচনী ক্যাম্পেইন নিয়ে ভাবছি। ৭ তারিখে ভোটের পর অন্য কিছু নিয়ে ভাবতে চাই।’ সংসদ সদস্য নির্বাচিত হলে খেলা চালিয়ে যাবেন কি না–এক সাংবাদিকের এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি তো অবসর নিইনি। আমি খেলার ওপরে আছি। তাই যখনই খেলতে পারব তখনই দেশের হয়ে খেলব। এখন নির্বাচন ছাড়া আর কিছু ভাবছি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত