Ajker Patrika

সাতক্ষীরায় সহিংসতায় নিহত ১, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও ট্রাফিক অফিসসহ ১৫ প্রতিষ্ঠান ভাঙচুর

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ২২: ২০
সাতক্ষীরায় সহিংসতায় নিহত ১, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও ট্রাফিক অফিসসহ ১৫ প্রতিষ্ঠান ভাঙচুর

সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরে আওয়ামী লীগ নেতার ছোড়া গুলিতে হাফেজ আনাস বিল্লাহ নামের একজন কিশোর নিহত হয়েছে। এ ছাড়া সাতক্ষীরা জেলা শহরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, ট্রাফিক অফিসসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ভাঙচুর ও আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে।

আজ সোমবার বিকেলে শেখ হাসিনার পদত্যাগের খবর শোনার পর বিক্ষুব্ধ জনতা এসব ঘটনা ঘটায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত জেলা কারাগারসহ বিভিন্ন স্থাপনায় আগুন লাগানো ও ভাঙচুরের ঘটনা ঘটছে।

সাতক্ষীরার প্রতাপনগরের বাসিন্দা মাসুম বিল্লাহ জানান, বিকেলে প্রতাপনগর ইউপির সাবেক চেয়ারম্যান জাকির হোসেনের নাকলা বাড়ির সামনে দিয়ে বিজয় মিছিল করছিল আন্দোলনকারী জনতা। ইতিমধ্যে বেশ কয়েকজন ব্যক্তি জাকিরের বাড়ির প্রধান ফটকে যায়। অবস্থা বেগতিক দেখে জাকির তাঁর নিজস্ব বন্দুক দিয়ে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে নিহত হয় হাফেজ আনাস বিল্লাহ। এ ছাড়া কমপক্ষে চারজন গুলিবিদ্ধ হয়েছেন।

এদিকে আজ বিকেলে বিক্ষুব্ধ জনগণ প্রথমে শহরের পাকা পোলের কাছে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আগুন ধরিয়ে দেয়। এতে কমপ্লেক্সসহ বেশ কয়েকটি দোকান আগুনে ভস্মীভূত হয়। পরে বিক্ষুব্ধ জনগণ সুলতানপুরে সাবেক সংসদ সদস্য মরহুম সৈয়দ কামাল বখত ছাকীর বাসভবন ভাঙচুর করে। এরপর জ্বালিয়ে দেওয়া হয় আওয়ামী লীগ নেতা কাজী এরতেজা হাসান জজের অফিস। পরে তারা পুলিশের ট্রাফিক অফিসে আগুন ধরিয়ে দেয়। এরপর সদর থানা গেটসহ বাইরের স্থাপনা ভাঙচুর করে। বিক্ষুব্ধ জনগণ শ্যামনগর থানা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।

সবশেষ জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক আবু আহমেদের বাড়ি ও অফিস ভাঙচুরের খবর পাওয়া গেছে। সন্ধ্যা ৬টার দিকে কলারোয়ায় সদ্য সাবেক সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপনের বাড়ি ভাঙচুর করে স্থানীয় বিক্ষুব্ধ জনগণ। 

এর আগে আজ দুপুরে সদর হাসপাতালের সামনে পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা-কর্মীদের সংঘর্ষে সাংবাদিকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত