Ajker Patrika

খুলনায় শিশু অঙ্কিতা হত্যা মামলায় প্রীতম রুদ্রের যাবজ্জীবন

খুলনা প্রতিনিধি
আপডেট : ২১ জুন ২০২৩, ১৬: ৪৮
খুলনায় শিশু অঙ্কিতা হত্যা মামলায় প্রীতম রুদ্রের যাবজ্জীবন

খুলনায় শিশু অঙ্কিতা দে হত্যা মামলায় আদালত আসামি প্রীতম রুদ্রকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মতিউর রহমান এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি প্রীতম রুদ্র আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামি প্রীতম রুদ্র নগরীর দৌলতপুর পাবলা বণিকপাড়া এলাকার বাসিন্দা। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোমিনুল ইসলাম জানান, ২০২১ সালের ২২ জানুয়ারি দুপুর ১২টার দিকে নগরীর পাবলা বণিকপাড়া এলাকার সুশান্ত দের কন্যা অঙ্কিতা দে নিখোঁজ হয়। সে স্থানীয় সরকারি বীণাপাণি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। নিখোঁজ হওয়ার পর তাকে আত্মীয়স্বজনের বাড়িতে খুঁজে না পেয়ে অঙ্কিতার বাবা সুশান্ত দে দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তী সময়ে জিডিটি মামলায় রূপান্তরিত হয়।

এ ঘটনায় পুলিশ ওই এলাকার জাহাঙ্গীর ও তাঁর স্ত্রী রিক্তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। এদিকে অঙ্কিতা নিখোঁজ হওয়ার ছয় দিন পর পাবলা বণিকপাড়ার একটি বাড়ির নিচতলার বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ ওই ভবনের মালিকের ছেলে প্রীতম রুদ্রকে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডে নিজের দায় স্বীকার করে প্রীতম রুদ্র আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। একই বছরের ১০ এপ্রিল প্রীতম রুদ্রকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মালেক এবং পিপি অ্যাডভোকেট আহাদুজ্জামান, অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, সৈয়দ তৌফিক উল্লাহ প্রমুখ।

রায় ঘোষণার পর নিহত অঙ্কিতা দের বাবা সুশান্ত দে সংক্ষুব্ধ হয়ে বলেন, ‘আমরা ন্যায়বিচার পাইনি। আমরা সর্বোচ্চ শাস্তির জন্য উচ্চ আদালতে আপিল করব।’

বাদীকে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পক্ষে হাইকোর্টে সর্বোচ্চ আইনি সহায়তা দেওয়া হবে বলে জানান অ্যাডভোকেট মোমিনুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত