গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোকাররম হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলচালক মোতালেব হোসেন সাগর (৩৩)। আজ শুক্রবার সকাল ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার তেরাইল বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোকাররম হোসেন কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার বনগ্রামের ও মোটরসাইকেলচালক মোতালেব হোসেন সাগর রাজশাহী জেলার বাঘা উপজেলার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, মোকাররম হোসেন ও মোতালেব হোসেন সাগর একটি বিক্রয় কোম্পানির প্রতিনিধি। তাঁরা প্রতিদিনের মতো বামন্দী এলাকায় বিভিন্ন দোকানে মালামাল অর্ডার নেওয়ার জন্য যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী কামরুল ইসলাম বলেন, ‘ভাঙাচোরা সড়কের কারণেই দুর্ঘটনা ঘটেছে। মেহেরপুর-কুষ্টিয়া সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।’ সংস্কার না করলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।
বামন্দী ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মো. লুৎফর রহমান দুজনের হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বামন্দীগামী একটি মোটরসাইকেলকে পেছন থেকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে মোকাররম হোসেন নামের একজন নিহত ও একজন আহত হয়েছেন—এমন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে যাই।’ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও আহত মোতালেব হোসেন সাগরকে চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেলেও বাসটি স্থানীয়দের সহযোগিতায় জব্দ করা হয়েছে। নিহত ও আহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মেহেরপুরের গাংনীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোকাররম হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলচালক মোতালেব হোসেন সাগর (৩৩)। আজ শুক্রবার সকাল ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার তেরাইল বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোকাররম হোসেন কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার বনগ্রামের ও মোটরসাইকেলচালক মোতালেব হোসেন সাগর রাজশাহী জেলার বাঘা উপজেলার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, মোকাররম হোসেন ও মোতালেব হোসেন সাগর একটি বিক্রয় কোম্পানির প্রতিনিধি। তাঁরা প্রতিদিনের মতো বামন্দী এলাকায় বিভিন্ন দোকানে মালামাল অর্ডার নেওয়ার জন্য যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী কামরুল ইসলাম বলেন, ‘ভাঙাচোরা সড়কের কারণেই দুর্ঘটনা ঘটেছে। মেহেরপুর-কুষ্টিয়া সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।’ সংস্কার না করলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।
বামন্দী ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মো. লুৎফর রহমান দুজনের হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বামন্দীগামী একটি মোটরসাইকেলকে পেছন থেকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে মোকাররম হোসেন নামের একজন নিহত ও একজন আহত হয়েছেন—এমন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে যাই।’ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও আহত মোতালেব হোসেন সাগরকে চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেলেও বাসটি স্থানীয়দের সহযোগিতায় জব্দ করা হয়েছে। নিহত ও আহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
টানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
৫ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
১২ মিনিট আগেশেরপুরের গারো পাহাড়ে মানুষের বিচরণ বাড়ার পাশাপাশি কমতে শুরু করেছে বন-জঙ্গল। এতে সেখানে বন্য হাতির জীবন সংকটে পড়েছে। প্রায়ই নানা ঘটনায় প্রাণ হারিয়ে গারো পাহাড় থেকে বিলুপ্তের পথে বিশালাকৃতির এই প্রাণী। এদিকে হাতি-মানুষের দ্বন্দ্বে প্রাণ হারাচ্ছে মানুষও। গত ৩০ বছরে শেরপুরে হাতি-মানুষের দ্বন্দ্বে জেলায়
১৭ মিনিট আগে২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় পাস হয় যশোর-ঝিনাইদহ মহাসড়কের ৪৭ দশমিক ৪৮ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণের প্রকল্প। ৪ হাজার ১৮৭ কোটি ৭০ লাখ টাকার এ প্রকল্পের মেয়াদ নির্ধারিত হয় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ ও মূল্য।
২১ মিনিট আগে