Ajker Patrika

খুলনায় রংমিস্ত্রি হত্যা মামলায় অস্ত্র-গুলিসহ ৫ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনায় রংমিস্ত্রি হত্যা মামলায় অস্ত্র-গুলিসহ ৫ জন গ্রেপ্তার

খুলনায় রংমিস্ত্রি ইমন শেখ হত্যা মামলায় অস্ত্র, গুলিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে সোনাডাঙ্গা থানা-পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

আজ শুক্রবার দুপুরে সোনাডাঙ্গা থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাজমুস সাকিব জাকারিয়া (৩৬), রিয়াজ (৩২), বুলু পাটোয়ারী (৩৫), আকাশ হাওলাদার (২০) ও আপন খাঁ (২২)।

সংবাদ সম্মেলনে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে এসে ২০-২১ জন সন্ত্রাসী নগরীর সোনাডাঙ্গা থানার গোবরচাকা গাবতলা মোড়ে ভাজাওয়ালার গলির তালুকদার লেনের মোহাম্মদ খাঁর বাড়ির সামনে এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় ইমন শেখ বুকে গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাঁকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।

তাজুল ইসলাম আরও বলেন, এ ঘটনায় নিহত ইমনের বাবা মো. সানোয়ার হোসেন বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে মামলা করেন। ঘটনার পর পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। এ সময় তাঁদের একজনের কাছ থেকে একটি কালো রঙের ওয়ান শুটার গান ও এক রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

আবাসন কোম্পানির অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত

বিপুল বকেয়া সত্ত্বেও ব্যবসা হারানোর ভয়ে বাংলাদেশ-নেপালে সম্প্রচার চালিয়ে যাচ্ছে ভারতীয় চ্যানেলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত