Ajker Patrika

মেরে ছাত্রের চোখ ‘নষ্ট’ করা সেই শিক্ষককে খুঁজছে পুলিশ

মেরে ছাত্রের চোখ ‘নষ্ট’ করা সেই শিক্ষককে খুঁজছে পুলিশ

বেতের আঘাতে ছাত্রের এক চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা সেই মাদ্রাসা শিক্ষককে পুলিশ খুঁজছে। ঘটনার পর থেকে তিনি গা ঢাকা দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। 

যশোরের মনিরামপুরে একটি কওমী মাদ্রাসায় শিক্ষকের বেতের আঘাতে আরিফুল ইসলাম (১৬) নামে এক ছাত্রের চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে এ খবর প্রকাশের পর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ জাকির হাসান ও মনিরামপুর থানার ওসি নূর-ই-আলম সিদ্দিকীর নজরে আসে। এরপরই প্রশাসন তৎপর হয়েছে। 

ওসি নূর-ই-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিক্ষকের বেতের আঘাতে ছাত্রের চোখ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি। ঘটনাটি নিয়ে ইউএনওর সঙ্গে কথা হয়েছে। আমরা দুজনে যৌথভাবে কাজ করছি।’ 

ওসি বলেন, ‘অভিযুক্ত শিক্ষকের নাম ঠিকানা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। শিক্ষার্থীর পরিবার থেকে অভিযোগ পেলে তাঁকে গ্রেপ্তারে আমরা তৎপর হব।’ 

মনিরামপুরের শ্যামকুড়ের বুজতলা ওমর ইবনে খাত্তাব (রা.) হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার হেফজ বিভাগের ছাত্র আরিফুল ইসলাম। ক্লাস চলাকালীন না পড়ে চুপচাপ বসে থাকার কারণে গত সোমবার সকালে শিক্ষক হাফেজ হাফিজুর রহমান তাকে মারপিট করেন। একপর্যায়ে বেতের আঘাতে আরিফুলের চশমা ভেঙে কাচ বাম চোখের ভেতরে ঢুকে পড়ে। এতে তার কর্নিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 

এরপর থেকে ওই কিশোর ঢাকার ইস্পাহানি ইসলামী চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন। তার চোখের অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন চিকিৎসক। 

এ ঘটনার পর অভিযুক্ত শিক্ষক হাফিজুর রহমান পালিয়েছেন। তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার ইসলামপুর গ্রামের আলাউদ্দিনের (মৃত) ছেলে। 

শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন প্রকৃত ঘটনা জানতে গতকাল বৃহস্পতিবার রাতে বুজতলার সেই হেফজ ও এতিমখানায় যান। তিনি আরিফুলের চিকিৎসার খবর নেন। ছাত্রদের প্রতি সহনশীল হতে শিক্ষকদের অনুরোধ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত