Ajker Patrika

কুষ্টিয়া-১: নৌকায় ভোট না দিলে সোজা করে দেওয়ার হুমকি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
কুষ্টিয়া-১: নৌকায় ভোট না দিলে সোজা করে দেওয়ার হুমকি

নৌকায় ভোট না দিলে সোজা করে দেওয়ার বলে হুমকি দিয়েছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত পার্থী আ কা ম সরোয়ার জাহান বাদশাহ। গতকাল সোমবার রাতে (২৫ ডিসেম্বর) উপজেলার মরিচা ইউনিয়নের বালিরদিয়ার বাজার এলাকায় এক পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

ঘটনার ভিডিও আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরওয়ার জাহান বাদশাকে বলতে শোনা যায়, ‘আমি কে তা আপনারা জানেন, আমাকে আপনারা চেনেন এবং জানেন, আমি বেশি কথা বলব না। এখানে যারা আছেন, ভোট আমাকে দিতে হবে। পরিষ্কার কথা। নৌকা মার্কায় আমাকে ভোট দিতে হবে। এই অধিকার আমার আছে। সুতরাং যার মনে যাই থাকুক না কেন? নাচানাচি, কুদাকুদি করেন না কেন? মন স্থির করেন, নৌকা মার্কায় বাদশাহকে ভোট দিতে হবে। উল্টাপাল্টা দুই একজন বকছে, সোজা করে দিব কিন্তু। আজকের পরে যদি উল্টাপাল্টা কথা আর শুনি, সোজা করে দিব এইটা মনে রাইখেন।’

এ বিষয়ে জানতে নৌকা মনোনীত পার্থী আ কা ম সরোয়ার জাহান বাদশাহার সঙ্গে একাধিক বার যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন রিমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘নিউজটি আমার নোটিশে এসেছে। আসলে তাঁর বাড়ি চর এলাকায়। তিনি চর এলাকাগুলোকে (মরিচা, ফিলিপনগর, রামকৃষ্ণপুর, চিলমারী) নিজের এলাকা মনে করেন। কিছু লোক আগের দিন একই স্থানে তাঁর বিরুদ্ধে অশ্লীল কথাবার্তা বলেছে। মূলত তাঁদের উদ্দেশ্য তিনি এই বক্তব্য দিয়েছে।’

বিষয়টি গুরুত্ত্ব সহকারে তাঁরা নিচ্ছেন না জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা এটি সিরিয়াসলি নিচ্ছিনা। তবে এমন বক্তব্য দেওয়া ঠিক হয়নি। শাসন করার আরও ভাষা আছে। আমি মনে করি সংযত থেকে বক্তব্য দেওয়া উচিত ছিল।’

এ বিষয়ে নৌকা মনোনীত পার্থী আ কা ম সরোয়ার জাহান বাদশাহার ছেলে শাইখ আল জাহান শুভ্র বলেন, ‘আসলে হুমকি দিয়ে বক্তব্য দেওয়া হয়নি, ওইটা অধিকারের জায়গা থেকে বলা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত