Ajker Patrika

খুলনায় বাসে আগুন: আজিজুল বারী হেলালসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

খুলনা প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১০: ৫৫
খুলনায় বাসে আগুন: আজিজুল বারী হেলালসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

খুলনার রূপসা উপজেলায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির সদস্যসচিব মনিরুল হাসান বাপ্পীসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। 

গতকাল সোমবার রূপসা থানার এসআই শেখ ফরিদ আহমেদ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয়ে আরও ৬০ জনকে আসামি করা হয়েছে। 

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রূপসা-বাগেরহাট পুরাতন সড়কে পার্কিং করা বাস পোড়ানোর ঘটনায় মামলা হয়েছে। জড়িত সন্দেহে এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গত রোববার সন্ধ্যায় রূপসা-বাগেরহাট পুরাতন সড়কে পার্কিং করা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কেউ হতাহত না হলেও বাসটি ভস্মীভূত হয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত