Ajker Patrika

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: চার দিনে ৭ জেলের মরদেহ উদ্ধার 

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ২০: ০৬
বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: চার দিনে ৭ জেলের মরদেহ উদ্ধার 

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে মাছধরা ট্রলার ডুবির ঘটনায় রুহুল হাওলাদার ও শহিদুল মল্লিক নামের আরও দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সুন্দরবনের দুবলার চর থেকে ১৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগর থেকে ওই দুই জেলের মরদেহ উদ্ধার করে জেলেরা। 

এই নিয়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হলো। এখনো অন্তত আট জেলে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দুবলার চরে মাছ আহরণকারী জেলেরা। 

এর আগে গত শুক্রবার রাতে সাগরে মাছ ধরার সময় আকস্মিক ঝড়ের কবলে পড়ে সুন্দরবনের দুবলার শুকটি পল্লি এবং উপকূলীয় এলাকার অন্তত ২১টি ট্রলার ডুবে যায়। শনিবার সকালে ডুবে যাওয়া ১৬টি ট্রলার এবং দেড় শতাধিক জেলেকে সাগর থেকে জীবিত উদ্ধার করেন অন্য জেলেরা। 

মঙ্গলবার দুপুরে উদ্ধার হওয়া রুহল হাওলাদার (৪২) বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের উকিল উদ্দিনের ছেলে এবং শহিদুল মল্লিক (৪০) একই এলাকার সৈয়দ মল্লিকের ছেলে।

শুক্রবার রাতে ট্রলার ডোবার পরে শনিবার দুজনের, রোববার রাতে একজনের এবং সোমবার আরও দুজনের মরদেহ উদ্ধার করেন জেলেরা। এরা হলেন, বাগেরহাটের চিতলমারী উপজেলার মামুন শেখ, পিরোজপুর জেলার মঠবাড়িয়া এলাকার ইসমাইল শেখ, কচুয়া উপজেলার বগা গ্রামের প্রয়াত সোনাম উদ্দিনের ছেলে ইয়াকুব আলী বাওয়ালী (২৮), একই গ্রামের ইউসুফ মোল্লার ছেলে মহিদ মোল্লা (৩৫), একই উপজেলার আন্ধারমানিক গ্রামের প্রয়াত সৈয়দ আলী হাওলাদারের ছেলে আনোয়ার হোসেন বাদলের (৫০)। 

বগা গ্রামের জেলে ও নিহত ইয়াকুব আলীর স্বজন ইব্রাহীম আমানী বলেন, ‘ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত আমাদের গ্রামের চারজনের মরদেহ আমরা পেয়েছি। এছাড়া এখন পর্যন্ত আমাদের গ্রামের আবুবক্কর ও বাবুল হাওলাদার নামের দুই জেলে নিখোঁজ রয়েছে। আসলে এদের আর ফিরে পাব কিনা জানি না।’ 

সুন্দরবনের দুবলা জেলেপল্লি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহলাদ চন্দ্র রায় বলেন, দুপুরে দুবলা চরের অদূরে সাগরে দুই জেলের মরদেহ ভেসে উঠলে জেলেরা চরে নিয়ে আসে। এ নিয়ে সাতজনের মরদেহ উদ্ধার হলো। নিখোঁজ অন্য জেলেদের উদ্ধারে বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত