Ajker Patrika

বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি­
একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১৫ রাউন্ড গুলিসহ সাইদুর রহমানকে আটক করা হয়। ছবি: সংগৃহীত
একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১৫ রাউন্ড গুলিসহ সাইদুর রহমানকে আটক করা হয়। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদেশি পিস্তল, গুলিসহ সাইদুর রহমান (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল বুধবার (৩০ জুলাই) দিবাগত ভোররাত সাড়ে ৪টার দিকে দামুড়হুদা উপজেলার দামুড়হুদা সদর ইউনিয়নের দশমী ব্রিজপাড়া থেকে তাঁকে আটক করে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল। এ সময় ওই যুবকের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড গুলি জব্দ করা হয়।

আটক সাইদুর রহমান দামুড়হুদা সদর ইউনিয়নের দশমী ব্রিজপাড়ার মৃত কিয়াম উদ্দিন গেনুর ছেলে। দামুড়হুদা উপজেলা পরিষদ গেটের বিপরীত পাশে সাইদুর ইলেকট্রনিকস নামের একটি দোকান রয়েছে সাইদুর রহমানের।

চুয়াডাঙ্গা সেনাক্যাম্প সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল দিবাগত ভোররাতে সাইদুর রহমানের বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানকালে তাঁর বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ১৫ রাউন্ড গুলি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ বিষয়ে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘সেনাবাহিনী সাইদুর রহমানকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।’

এদিকে চুয়াডাঙ্গা সেনাক্যাম্প জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত