রাকিবুল ইসলাম, গাংনী (মেহেরপুর)
শীত বিদায় নিয়েছে আরও আগেই। বসন্তে পাতা ঝরা গাছগুলোতে গজিয়েছে নতুন পাতা। হৃদয় নাড়া দিচ্ছে কোকিলের কুহুতানে। বাতাসে ভেসে আসে নানা ফুলের সুঘ্রাণ। মেহেরপুরে গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের রাস্তার ধারে ফোটা শিমুল ও পলাশ ফুলের সৌন্দর্য মুগ্ধ করছে পথচারী ও প্রকৃতিপ্রেমী মানুষকে।
উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে রাস্তার পাশে ফুটেছে শিমুল আর পলাশ ফুল। তবে পলাশের তুলনায় শিমুলগাছ বেশি। তেঁতুলবাড়িয়া, কল্যাণপুর, বামন্দী, করমদি, দেবীপুর, বালিয়াঘাট, হারাভাঙ্গাসহ বিভিন্ন গ্রামের রাস্তায় দেখা গেছে শিমুলগাছ। আর খুবই কম দেখা গেছে পলাশগাছ।
কল্যাণপুর গ্রামের ফয়সাল আহাম্মেদ বলেন, ‘আমাদের কল্যাণপুর রাস্তায় অনেক শিমুল ফুলের গাছ রয়েছে। আর প্রতিটি গাছেই ফুটেছে শিমুল ফুল। বাহারি রং ছড়িয়েছে প্রকৃতিতে। এই অপরূপ দৃশ্য দেখে সত্যি খুব ভালো লাগে।
পুকুরপাড়া গ্রামের সেকেন্দার আলী বলেন, ‘আমাদের গ্রামের রাস্তার ধারে একটি পলাশ ফুলের গাছ রয়েছে। গাছ ফুলে পরিপূর্ণ। দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে। পলাশ ফুলের গাছ খুব কমই দেখা যায় এখন।’
তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘আমাদের করমী গ্রামে পলাশ ফুলের গাছ নেই বললেই চলে। তবে শিমুল ফুলের অনেক গাছ রয়েছে। পলাশ ও শিমুল ফুল যদি রাস্তার ধারে ফোটে, তাহলে সত্যিই মনোমুগ্ধকর এক সৌন্দর্যের জন্ম হয়। আমাদের গ্রামে যে মাঠের রাস্তা রয়েছে, আমি নিজ উদ্যোগে সেখানে পলাশ ফুল লাগানোর চেষ্টা করব।’
শীত বিদায় নিয়েছে আরও আগেই। বসন্তে পাতা ঝরা গাছগুলোতে গজিয়েছে নতুন পাতা। হৃদয় নাড়া দিচ্ছে কোকিলের কুহুতানে। বাতাসে ভেসে আসে নানা ফুলের সুঘ্রাণ। মেহেরপুরে গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের রাস্তার ধারে ফোটা শিমুল ও পলাশ ফুলের সৌন্দর্য মুগ্ধ করছে পথচারী ও প্রকৃতিপ্রেমী মানুষকে।
উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে রাস্তার পাশে ফুটেছে শিমুল আর পলাশ ফুল। তবে পলাশের তুলনায় শিমুলগাছ বেশি। তেঁতুলবাড়িয়া, কল্যাণপুর, বামন্দী, করমদি, দেবীপুর, বালিয়াঘাট, হারাভাঙ্গাসহ বিভিন্ন গ্রামের রাস্তায় দেখা গেছে শিমুলগাছ। আর খুবই কম দেখা গেছে পলাশগাছ।
কল্যাণপুর গ্রামের ফয়সাল আহাম্মেদ বলেন, ‘আমাদের কল্যাণপুর রাস্তায় অনেক শিমুল ফুলের গাছ রয়েছে। আর প্রতিটি গাছেই ফুটেছে শিমুল ফুল। বাহারি রং ছড়িয়েছে প্রকৃতিতে। এই অপরূপ দৃশ্য দেখে সত্যি খুব ভালো লাগে।
পুকুরপাড়া গ্রামের সেকেন্দার আলী বলেন, ‘আমাদের গ্রামের রাস্তার ধারে একটি পলাশ ফুলের গাছ রয়েছে। গাছ ফুলে পরিপূর্ণ। দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে। পলাশ ফুলের গাছ খুব কমই দেখা যায় এখন।’
তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘আমাদের করমী গ্রামে পলাশ ফুলের গাছ নেই বললেই চলে। তবে শিমুল ফুলের অনেক গাছ রয়েছে। পলাশ ও শিমুল ফুল যদি রাস্তার ধারে ফোটে, তাহলে সত্যিই মনোমুগ্ধকর এক সৌন্দর্যের জন্ম হয়। আমাদের গ্রামে যে মাঠের রাস্তা রয়েছে, আমি নিজ উদ্যোগে সেখানে পলাশ ফুল লাগানোর চেষ্টা করব।’
টানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
১৫ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
২২ মিনিট আগেশেরপুরের গারো পাহাড়ে মানুষের বিচরণ বাড়ার পাশাপাশি কমতে শুরু করেছে বন-জঙ্গল। এতে সেখানে বন্য হাতির জীবন সংকটে পড়েছে। প্রায়ই নানা ঘটনায় প্রাণ হারিয়ে গারো পাহাড় থেকে বিলুপ্তের পথে বিশালাকৃতির এই প্রাণী। এদিকে হাতি-মানুষের দ্বন্দ্বে প্রাণ হারাচ্ছে মানুষও। গত ৩০ বছরে শেরপুরে হাতি-মানুষের দ্বন্দ্বে জেলায়
২৬ মিনিট আগে২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় পাস হয় যশোর-ঝিনাইদহ মহাসড়কের ৪৭ দশমিক ৪৮ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণের প্রকল্প। ৪ হাজার ১৮৭ কোটি ৭০ লাখ টাকার এ প্রকল্পের মেয়াদ নির্ধারিত হয় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ ও মূল্য।
৩১ মিনিট আগে