রাকিবুল ইসলাম, গাংনী (মেহেরপুর)
শীত বিদায় নিয়েছে আরও আগেই। বসন্তে পাতা ঝরা গাছগুলোতে গজিয়েছে নতুন পাতা। হৃদয় নাড়া দিচ্ছে কোকিলের কুহুতানে। বাতাসে ভেসে আসে নানা ফুলের সুঘ্রাণ। মেহেরপুরে গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের রাস্তার ধারে ফোটা শিমুল ও পলাশ ফুলের সৌন্দর্য মুগ্ধ করছে পথচারী ও প্রকৃতিপ্রেমী মানুষকে।
উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে রাস্তার পাশে ফুটেছে শিমুল আর পলাশ ফুল। তবে পলাশের তুলনায় শিমুলগাছ বেশি। তেঁতুলবাড়িয়া, কল্যাণপুর, বামন্দী, করমদি, দেবীপুর, বালিয়াঘাট, হারাভাঙ্গাসহ বিভিন্ন গ্রামের রাস্তায় দেখা গেছে শিমুলগাছ। আর খুবই কম দেখা গেছে পলাশগাছ।
কল্যাণপুর গ্রামের ফয়সাল আহাম্মেদ বলেন, ‘আমাদের কল্যাণপুর রাস্তায় অনেক শিমুল ফুলের গাছ রয়েছে। আর প্রতিটি গাছেই ফুটেছে শিমুল ফুল। বাহারি রং ছড়িয়েছে প্রকৃতিতে। এই অপরূপ দৃশ্য দেখে সত্যি খুব ভালো লাগে।
পুকুরপাড়া গ্রামের সেকেন্দার আলী বলেন, ‘আমাদের গ্রামের রাস্তার ধারে একটি পলাশ ফুলের গাছ রয়েছে। গাছ ফুলে পরিপূর্ণ। দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে। পলাশ ফুলের গাছ খুব কমই দেখা যায় এখন।’
তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘আমাদের করমী গ্রামে পলাশ ফুলের গাছ নেই বললেই চলে। তবে শিমুল ফুলের অনেক গাছ রয়েছে। পলাশ ও শিমুল ফুল যদি রাস্তার ধারে ফোটে, তাহলে সত্যিই মনোমুগ্ধকর এক সৌন্দর্যের জন্ম হয়। আমাদের গ্রামে যে মাঠের রাস্তা রয়েছে, আমি নিজ উদ্যোগে সেখানে পলাশ ফুল লাগানোর চেষ্টা করব।’
শীত বিদায় নিয়েছে আরও আগেই। বসন্তে পাতা ঝরা গাছগুলোতে গজিয়েছে নতুন পাতা। হৃদয় নাড়া দিচ্ছে কোকিলের কুহুতানে। বাতাসে ভেসে আসে নানা ফুলের সুঘ্রাণ। মেহেরপুরে গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের রাস্তার ধারে ফোটা শিমুল ও পলাশ ফুলের সৌন্দর্য মুগ্ধ করছে পথচারী ও প্রকৃতিপ্রেমী মানুষকে।
উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে রাস্তার পাশে ফুটেছে শিমুল আর পলাশ ফুল। তবে পলাশের তুলনায় শিমুলগাছ বেশি। তেঁতুলবাড়িয়া, কল্যাণপুর, বামন্দী, করমদি, দেবীপুর, বালিয়াঘাট, হারাভাঙ্গাসহ বিভিন্ন গ্রামের রাস্তায় দেখা গেছে শিমুলগাছ। আর খুবই কম দেখা গেছে পলাশগাছ।
কল্যাণপুর গ্রামের ফয়সাল আহাম্মেদ বলেন, ‘আমাদের কল্যাণপুর রাস্তায় অনেক শিমুল ফুলের গাছ রয়েছে। আর প্রতিটি গাছেই ফুটেছে শিমুল ফুল। বাহারি রং ছড়িয়েছে প্রকৃতিতে। এই অপরূপ দৃশ্য দেখে সত্যি খুব ভালো লাগে।
পুকুরপাড়া গ্রামের সেকেন্দার আলী বলেন, ‘আমাদের গ্রামের রাস্তার ধারে একটি পলাশ ফুলের গাছ রয়েছে। গাছ ফুলে পরিপূর্ণ। দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে। পলাশ ফুলের গাছ খুব কমই দেখা যায় এখন।’
তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘আমাদের করমী গ্রামে পলাশ ফুলের গাছ নেই বললেই চলে। তবে শিমুল ফুলের অনেক গাছ রয়েছে। পলাশ ও শিমুল ফুল যদি রাস্তার ধারে ফোটে, তাহলে সত্যিই মনোমুগ্ধকর এক সৌন্দর্যের জন্ম হয়। আমাদের গ্রামে যে মাঠের রাস্তা রয়েছে, আমি নিজ উদ্যোগে সেখানে পলাশ ফুল লাগানোর চেষ্টা করব।’
সহপাঠীদের থেকে জানা যায়, বিকেলে এক যুবক ওই শিক্ষার্থীকে মেস থেকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট এবং পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সন্দেহজনক হওয়ায় তাঁকে সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর নাম ইয়াসিন মজুমদার।
১২ মিনিট আগেনাটোর-বগুড়া মহাসড়কে সিংড়ার শেরকোল এলাকায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনী সদস্যরা। আটককৃতরা হলেন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন। আটকের পর তাদেরকে...
১ ঘণ্টা আগেনোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এলাকা থেকে মিরাজ হোসেন শান্ত নামে এক যুবলীগ নেতাকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার রাত ১১টার দিকে হাউজিং সরকারি আবাসিক এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়।
১ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগে