ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় কোরবানির পশু প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্যমতে, এবার উপজেলার ১ হাজার ৯২টি খামারে মোট ৯ হাজার ২০টি গরু ও ছাগল মোটাতাজা করা হয়েছে। চাহিদা রয়েছে প্রায় ৮ হাজার ৯১৬টি পশুর। ফলে চাহিদার চেয়ে কিছুটা বেশি পশু উৎপাদিত হয়েছে।
তবে বাস্তব চিত্র আরও বিস্তৃত। খামারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেক খামার এখনো প্রাণিসম্পদ দপ্তরের আওতায় নিবন্ধিত নয়। পাশাপাশি বহু গৃহস্থ পরিবার নিজ উদ্যোগে পশু মোটাতাজা করেছেন। সব মিলিয়ে উপজেলায় প্রায় ১২ হাজার কোরবানির পশু প্রস্তুত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উপজেলার প্রধান গরুর হাট বেতাগায় প্রতিদিন বিভিন্ন জেলা থেকে গড়ে প্রায় ১০ হাজার গরু আসে। এছাড়া ফকিরহাট অস্থায়ী পশুহাটেও আশপাশের উপজেলা থেকে কোরবানির পশু আসে। তবে বাইরের পশুর চেয়ে স্থানীয়ভাবে লালন-পালিত পশুর চাহিদা তুলনামূলক বেশি। স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশে লালিত গরু পছন্দ করছেন ক্রেতারা।
এদিকে লাখপুরের কোরবানির গরুর হাটটি এ বছর বন্ধ থাকতে পারে বলে জানা গেছে।
তবে কোরবানির আগে পশু প্রস্তুতির পাশাপাশি চুরি এখন বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। ইতোমধ্যে কয়েকটি খামার থেকে গরু চুরির ঘটনা ঘটেছে। এতে খামারিরা নিরাপত্তা নিয়ে চিন্তিত। ফকিরহাট মডেল থানা পুলিশ রাতের টহল বাড়িয়েছে এবং চুরি প্রতিরোধে মানুষদের সচেতন করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।
অন্যদিকে গো-খাদ্য, ওষুধ ও শ্রমিকের মজুরি বাড়ায় পশুর দামও কিছুটা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শেখ জাহিদুর রহমান জানান, ‘খামারিদের নিয়মিত পরামর্শ ও সহায়তা প্রদান করা হচ্ছে।’ তিনি কোরবানির পশুর চামড়া ছাড়ানোর সময় বিশেষ যত্ন নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি জনসচেতনতা তৈরিতে লিফলেটও বিতরণ করা হচ্ছে বলে জানান তিনি।
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিন বলেন, ‘এ বছর উপজেলায় দুইটি কোরবানির পশুর হাট বসবে। হাট ও খামারের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া হাটগুলোতে মেডিকেল টিম ও জাল টাকা শনাক্তে বিশেষ ব্যবস্থাও থাকবে।’
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় কোরবানির পশু প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্যমতে, এবার উপজেলার ১ হাজার ৯২টি খামারে মোট ৯ হাজার ২০টি গরু ও ছাগল মোটাতাজা করা হয়েছে। চাহিদা রয়েছে প্রায় ৮ হাজার ৯১৬টি পশুর। ফলে চাহিদার চেয়ে কিছুটা বেশি পশু উৎপাদিত হয়েছে।
তবে বাস্তব চিত্র আরও বিস্তৃত। খামারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেক খামার এখনো প্রাণিসম্পদ দপ্তরের আওতায় নিবন্ধিত নয়। পাশাপাশি বহু গৃহস্থ পরিবার নিজ উদ্যোগে পশু মোটাতাজা করেছেন। সব মিলিয়ে উপজেলায় প্রায় ১২ হাজার কোরবানির পশু প্রস্তুত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উপজেলার প্রধান গরুর হাট বেতাগায় প্রতিদিন বিভিন্ন জেলা থেকে গড়ে প্রায় ১০ হাজার গরু আসে। এছাড়া ফকিরহাট অস্থায়ী পশুহাটেও আশপাশের উপজেলা থেকে কোরবানির পশু আসে। তবে বাইরের পশুর চেয়ে স্থানীয়ভাবে লালন-পালিত পশুর চাহিদা তুলনামূলক বেশি। স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশে লালিত গরু পছন্দ করছেন ক্রেতারা।
এদিকে লাখপুরের কোরবানির গরুর হাটটি এ বছর বন্ধ থাকতে পারে বলে জানা গেছে।
তবে কোরবানির আগে পশু প্রস্তুতির পাশাপাশি চুরি এখন বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। ইতোমধ্যে কয়েকটি খামার থেকে গরু চুরির ঘটনা ঘটেছে। এতে খামারিরা নিরাপত্তা নিয়ে চিন্তিত। ফকিরহাট মডেল থানা পুলিশ রাতের টহল বাড়িয়েছে এবং চুরি প্রতিরোধে মানুষদের সচেতন করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।
অন্যদিকে গো-খাদ্য, ওষুধ ও শ্রমিকের মজুরি বাড়ায় পশুর দামও কিছুটা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শেখ জাহিদুর রহমান জানান, ‘খামারিদের নিয়মিত পরামর্শ ও সহায়তা প্রদান করা হচ্ছে।’ তিনি কোরবানির পশুর চামড়া ছাড়ানোর সময় বিশেষ যত্ন নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি জনসচেতনতা তৈরিতে লিফলেটও বিতরণ করা হচ্ছে বলে জানান তিনি।
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিন বলেন, ‘এ বছর উপজেলায় দুইটি কোরবানির পশুর হাট বসবে। হাট ও খামারের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া হাটগুলোতে মেডিকেল টিম ও জাল টাকা শনাক্তে বিশেষ ব্যবস্থাও থাকবে।’
গত ২৮ জুলাই নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগের লিখিত, মৌখিক ও প্রেজেন্টেশন পরীক্ষায় তারা উত্তীর্ণ হন। পরে নিয়ম অনুযায়ী ডোপ টেস্টে অংশ নিলে দুজনের শরীরে গাঁজা জাতীয় মাদকের উপস্থিতি মেলে।
৪ মিনিট আগেমুফিজুল হক সিকদার দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার (৮ আগস্ট) আসরের নামাজের পর রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহনগর গ্রামের ফতেহ মোহাম্মদ সিকদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
৯ মিনিট আগেসুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীসহ ৩ জনের প্রাণ কেড়ে নেওয়া ঘাতক বাসচালককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির আলম (৩৫) সিলেটের বিশ্বনাথের...
১ ঘণ্টা আগেমাদারীপুর সদর, রাজৈর, কালকিনি, শিবচর ও ডাসার উপজেলায় কাগজে-কলমে ১৭টি নদনদী থাকলেও বর্তমানে দৃশ্যমান ১০টি। এর মধ্যে পদ্মা, পালরদী, আড়িয়াল খাঁ, ময়নাকাটা, বিষারকান্দি ও কুমার নদ উল্লেখযোগ্য। এসব নদনদী ঘিরে জেলার ৫ উপজেলায় ৩৪টি স্লুইস গেট নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে ২৯টি পুরোপুরি অকেজো, আর বাকি ৫টিও
১ ঘণ্টা আগে