Ajker Patrika

১৪ দিন চুপ থেকে ছাত্রলীগের অভিযুক্ত ৩ জনকে আরও সময় দিল ইবি প্রশাসন

ইবি প্রতিনিধি
আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৯: ৩৭
১৪ দিন চুপ থেকে ছাত্রলীগের অভিযুক্ত ৩ জনকে আরও সময় দিল ইবি প্রশাসন

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রী নির্যাতনের ঘটনায় ছাত্রলীগের অভিযুক্ত তিনজনের কারণ দর্শানোর জবাব দেওয়ার সময় বৃদ্ধির আবেদনে ১৪ দিন চুপ থাকার পর সময় দিল ইবি প্রশাসন। একই সঙ্গে তাঁদের তদন্ত প্রতিবেদনের কপি দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা যায়। 

বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা, আইন বিভাগের ইসরাত জাহান মীম ও চারুকলা বিভাগের হালিমা আক্তার ঊর্মিকে পৃথক তিনটি চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়। 

এতে আরও বলা হয়েছে, ছাত্রী নির্যাতনের ঘটনায় কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—এই মর্মে জবাব দেওয়ার সময়সীমা ৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। সময়সীমা আর বাড়ানো হবে না বলে চিঠিতে জানানো হয়। 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে ৪ মার্চ ছাত্রী নির্যাতনের ঘটনায় ছাত্র শৃঙ্খলা কমিটির বৈঠকে পাঁচ অভিযুক্তকে সাময়িক বহিষ্কার করে সাত কার্যদিবসের মধ্যে কেন তাঁদের স্থায়ী বহিষ্কার করা হবে না—এ মর্মে কারণ দর্শানোর নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১৫ মার্চের মধ্যে অভিযুক্তদের জবাব দিতে বলা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম ও মোয়াবিয়া জাহান জবাব দেন। বাকি তিন অভিযুক্ত জবাব না দিয়ে সময় বাড়ানোর আবেদন করেন। একই সঙ্গে তাঁরা আবেদনে কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদনের কপি চান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত