Ajker Patrika

চাঁদাবাজি-নাশকতা মামলায় সাংবাদিক রঘুনাথ কারাগারে

দেবহাটা ও সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ২০: ৫৮
চাঁদাবাজি-নাশকতা মামলায় সাংবাদিক রঘুনাথ কারাগারে

বিস্ফোরক ও চাঁদাবাজি মামলায় সাংবাদিক রঘুনাথ খাঁকে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

গতকাল সোমবার তাঁর বিরুদ্ধে দেবহাটা থানায় বিস্ফোরক ও চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। তবে তাঁর পরিবারের দাবি সাজানো মামলা দেওয়া হয়েছে। তিনি দীপ্ত টিভি ও বাংলা একাত্তর পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি। 

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, দেবহাটা থানার সাপমারা খাল ব্রিজ এলাকায় নাশকতার উদ্দেশ্যে সোমবার সকালে ককটেল বিস্ফোরণ করলে পুলিশ রঘুনাথ খাঁসহ তাঁর তিন সহযোগীকে আটক করে। পরে তাঁদের বিরুদ্ধে মামলা হয়। এ ছাড়া রঘুনাথ খাঁর বিরুদ্ধে চাঁদাবাজি আইনে অপর একটি মামলা হয়েছে। 

রঘুনাথ খাঁর স্ত্রী সুপ্রিয়া রাণী খাঁ বলেন, ‘মঙ্গলবার বিকেলে আমার স্বামীকে সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসানের আদালতে হাজির করা হয়। বিকেল সাড়ে চারটার দিকে তাঁর জামিন নামঞ্জুর করে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়।’

এদিকে সাংবাদিকের বিরুদ্ধে সাজানো মামলা দেওয়ার অভিযোগে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ বলেন, অভিযোগটি সত্য নয়। তাঁকে সাপমারা খাল ব্রিজ এলাকা থেকে ককটেলসহ আটক করা হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা শহরের পিএন হাইস্কুল মোড় এলাকা থেকে সাংবাদিক রঘুনাথকে আটক করে পুলিশ। তবে দিনভর তাঁর কোনো সন্ধান না পেলেও রাত ১০টার দিকে দেবহাটা থানার ওসি জানান, ককটেলসহ সাংবাদিক রঘুনাথকে আটক করা হয়েছে দেবহাটার খলিশাখালী এলাকা থেকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত