দুই বছর করোনার প্রকোপ, ঘূর্ণিঝড় আম্ফান এবং দুই দফা অসময়ের বৃষ্টির ক্ষত কাটিয়ে যখন নতুন করে স্বপ্ন বুনছেন ঝিকরগাছার গদখালীর ফুলচাষিরা। ওমিক্রন ফুলচাষিদের আবার শঙ্কায় ফেলেছে। বিজয় দিবসে চাষিরা কিছুটা দাম পেলেও ওমিক্রন বাড়ার সঙ্গে সঙ্গে দাম কমতে শুরু করেছে।
ফুলের রাজধানী খ্যাত গদখালীর ফুলচাষিরা সাধারণত বিজয় দিবস, বসন্তবরণ, বিশ্ব ভালোবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মহান শহীদ দিবস এবং স্বাধীনতা দিবসে ফুল বিক্রির বিষয়টি লক্ষ্য করে এর চাষ করেন। এ মৌসুমেও সে অনুযায়ী দুই বছরের ক্ষতি পুষিয়ে নিতে চাষ শুরু করেন চাষিরা। গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে কাঙ্ক্ষিত দামও পেয়েছিলেন তাঁরা। কিন্তু করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন শঙ্কায় ফেলেছে তাঁদের।
আজ রোববার গদখালী ফুলের বাজারে গিয়ে দেখা যায়, ওমিক্রন প্রকোপের আগে ফুল যে দামে বিক্রি হয়েছিল, বর্তমান তা নেমে এসেছে ৪ ভাগের ১ ভাগে। বর্তমানে বাজারে প্রতি হাজার গাঁদাফুল বিক্রি হচ্ছে ২০০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৮০০ থেকে ৯০০ টাকায়। গোলাপের শলা বিক্রি হচ্ছে ২ টাকা, যা আগে বিক্রি হয়েছে ৪ থেকে ৬ টাকায়। রজনীগন্ধা প্রতিটি বিক্রি হচ্ছে সাড়ে ৫ থেকে ৬ টাকায়, যা আগে ছিল ৭ থেকে ১০ টাকায়। রঙিন গ্ল্যাডিওলাস প্রতিটি রংভেদে বিক্রি হচ্ছে ৬ থেকে ৯ টাকায়, যা আগে ছিল ৯ থেকে ১৫ টাকায়। জারবেরা বিক্রি হচ্ছে ৬ থেকে ৮ টাকায়, যা আগে ছিল ৮ থেকে ১৫ টাকায়। কামিনীপাতা বিক্রি হচ্ছে প্রতি আঁটি ৩০ থেকে ৪০ টাকায়, যা আগে ছিল ৫০ থেকে ৬০ টাকা। জিপসির আঁটি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়, যা আগে বিক্রি হতো ৩০ থেকে ৪৫ টাকায়।
ফুল ব্যবসায়ী সেলিম রেজা বলেন, ওমিক্রন বাড়ায় সরকারি নির্দেশনার কারণে সামাজিক অনুষ্ঠান কমে গেছে। এতে ফুলের চাহিদা কমেছে, দামও কম।
হাড়িয়া মাঠে একটি শেডে আট ধরনের জারবেরা ফুল তারার মতো ফুটে রয়েছে। এই খেত পরিচর্যা করছিলেন শাহজান আলী। আগামী তিনটি দিবসের আগে এসব ফুল তুলবেন তিনি।
শাহজান আলী বলেন, ‘ওমিক্রন বাড়ার সঙ্গে সঙ্গে ফুলের দাম কমে গেছে। তাই ফুল তোলার মতো হলেও ওঠাচ্ছি না। যদি দাম ভালো পাই, তাহলে এই শেডের জারবেরা ফুল দুই লাখ টাকায় বিক্রি হবে। আর যে দুই বিঘায় গ্লাডিওলাস ও এক বিঘা জমিতে গাঁদা ফুল রয়েছে, সব মিলিয়ে চার থেকে পাঁচ লাখ টাকার ফুল বিক্রি করতে পারব।’
ফুলকানন পানিসারা মাঠে দেখা যায়, ফুলচাষি আজিজুর রহমান সরদার জারবেরা খেতের আগাছা ওঠাচ্ছেন। তাঁর এক বিঘা জারবেরা, চন্দ্রমল্লিকা, চায়না গোলাপ, ১০ কাঠা গ্লাডিওলাস ও ১৫ কাঠা জমিতে গাঁদা ফুল রয়েছে। এই ফুলচাষি বলেন, করোনাভাইরাসের প্রকোপ, ঘূর্ণিঝড় আম্ফান এবং দুই দফা অসময়ের বৃষ্টির ক্ষত কাটিয়ে গত বিজয় দিবসে দেড় লাখ টাকার ফুল বিক্রি করেছি। আশা করছি আগামী তিনটি দিবসে অন্তত চার লাখ টাকার ফুল বিক্রি করতে পারব। তবে ওমিক্রন বাড়ার সঙ্গে সঙ্গে ফুলের দাম কমে গেছে। যদি দাম আরও পড়ে যায় এবং লকডাউন শুরু হয়, তাহলে দায়-দেনার কারণে চরম আর্থিক সংকটে পড়তে হবে।
আরও কথা হয় ফুলচাষি কুলিয়া গ্রামের শের আলী, হাড়িয়ার মোমেনা খাতুন ও ইমামুল হোসেন, বল্লার শামীম রেজা, রাশিদুল ইসলাম, আজিজুর রহমানের সঙ্গে। ইমামুল হোসেন বলেন, করোনাকালীন খেতে লাখ লাখ টাকার ফুল থাকতেও শেডের টিন বিক্রি করে সংসার চালাতে হয়েছে। যদি ওমিক্রনের প্রকোপে আবার সে রকম অবস্থা হয়, তাহলে পথে বসতে হবে।
ঝিকরগাছার গদখালী অঞ্চলে ১ হাজার ২০০ হেক্টর জমিতে ১১ প্রকারের ফুল বাণিজ্যিকভাবে চাষ হয়। পরীক্ষামূলকভাবে এক্সট্রোমা ও লিলিয়ামের চাষ শুরু হয়েছে। এই এলাকার ৬০০ পরিবারের দেড় লাখ মানুষ ফুল চাষের সঙ্গে জড়িত। এই অঞ্চলে প্রতিবছর সাড়ে তিন শ কোটি টাকার ফুল বেচাকেনা হয়। দেশে উৎপাদিত ফুলের ৭০ ভাগ এই অঞ্চলে হয়।
দুই বছর করোনার প্রকোপ, ঘূর্ণিঝড় আম্ফান এবং দুই দফা অসময়ের বৃষ্টির ক্ষত কাটিয়ে যখন নতুন করে স্বপ্ন বুনছেন ঝিকরগাছার গদখালীর ফুলচাষিরা। ওমিক্রন ফুলচাষিদের আবার শঙ্কায় ফেলেছে। বিজয় দিবসে চাষিরা কিছুটা দাম পেলেও ওমিক্রন বাড়ার সঙ্গে সঙ্গে দাম কমতে শুরু করেছে।
ফুলের রাজধানী খ্যাত গদখালীর ফুলচাষিরা সাধারণত বিজয় দিবস, বসন্তবরণ, বিশ্ব ভালোবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মহান শহীদ দিবস এবং স্বাধীনতা দিবসে ফুল বিক্রির বিষয়টি লক্ষ্য করে এর চাষ করেন। এ মৌসুমেও সে অনুযায়ী দুই বছরের ক্ষতি পুষিয়ে নিতে চাষ শুরু করেন চাষিরা। গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে কাঙ্ক্ষিত দামও পেয়েছিলেন তাঁরা। কিন্তু করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন শঙ্কায় ফেলেছে তাঁদের।
আজ রোববার গদখালী ফুলের বাজারে গিয়ে দেখা যায়, ওমিক্রন প্রকোপের আগে ফুল যে দামে বিক্রি হয়েছিল, বর্তমান তা নেমে এসেছে ৪ ভাগের ১ ভাগে। বর্তমানে বাজারে প্রতি হাজার গাঁদাফুল বিক্রি হচ্ছে ২০০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৮০০ থেকে ৯০০ টাকায়। গোলাপের শলা বিক্রি হচ্ছে ২ টাকা, যা আগে বিক্রি হয়েছে ৪ থেকে ৬ টাকায়। রজনীগন্ধা প্রতিটি বিক্রি হচ্ছে সাড়ে ৫ থেকে ৬ টাকায়, যা আগে ছিল ৭ থেকে ১০ টাকায়। রঙিন গ্ল্যাডিওলাস প্রতিটি রংভেদে বিক্রি হচ্ছে ৬ থেকে ৯ টাকায়, যা আগে ছিল ৯ থেকে ১৫ টাকায়। জারবেরা বিক্রি হচ্ছে ৬ থেকে ৮ টাকায়, যা আগে ছিল ৮ থেকে ১৫ টাকায়। কামিনীপাতা বিক্রি হচ্ছে প্রতি আঁটি ৩০ থেকে ৪০ টাকায়, যা আগে ছিল ৫০ থেকে ৬০ টাকা। জিপসির আঁটি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়, যা আগে বিক্রি হতো ৩০ থেকে ৪৫ টাকায়।
ফুল ব্যবসায়ী সেলিম রেজা বলেন, ওমিক্রন বাড়ায় সরকারি নির্দেশনার কারণে সামাজিক অনুষ্ঠান কমে গেছে। এতে ফুলের চাহিদা কমেছে, দামও কম।
হাড়িয়া মাঠে একটি শেডে আট ধরনের জারবেরা ফুল তারার মতো ফুটে রয়েছে। এই খেত পরিচর্যা করছিলেন শাহজান আলী। আগামী তিনটি দিবসের আগে এসব ফুল তুলবেন তিনি।
শাহজান আলী বলেন, ‘ওমিক্রন বাড়ার সঙ্গে সঙ্গে ফুলের দাম কমে গেছে। তাই ফুল তোলার মতো হলেও ওঠাচ্ছি না। যদি দাম ভালো পাই, তাহলে এই শেডের জারবেরা ফুল দুই লাখ টাকায় বিক্রি হবে। আর যে দুই বিঘায় গ্লাডিওলাস ও এক বিঘা জমিতে গাঁদা ফুল রয়েছে, সব মিলিয়ে চার থেকে পাঁচ লাখ টাকার ফুল বিক্রি করতে পারব।’
ফুলকানন পানিসারা মাঠে দেখা যায়, ফুলচাষি আজিজুর রহমান সরদার জারবেরা খেতের আগাছা ওঠাচ্ছেন। তাঁর এক বিঘা জারবেরা, চন্দ্রমল্লিকা, চায়না গোলাপ, ১০ কাঠা গ্লাডিওলাস ও ১৫ কাঠা জমিতে গাঁদা ফুল রয়েছে। এই ফুলচাষি বলেন, করোনাভাইরাসের প্রকোপ, ঘূর্ণিঝড় আম্ফান এবং দুই দফা অসময়ের বৃষ্টির ক্ষত কাটিয়ে গত বিজয় দিবসে দেড় লাখ টাকার ফুল বিক্রি করেছি। আশা করছি আগামী তিনটি দিবসে অন্তত চার লাখ টাকার ফুল বিক্রি করতে পারব। তবে ওমিক্রন বাড়ার সঙ্গে সঙ্গে ফুলের দাম কমে গেছে। যদি দাম আরও পড়ে যায় এবং লকডাউন শুরু হয়, তাহলে দায়-দেনার কারণে চরম আর্থিক সংকটে পড়তে হবে।
আরও কথা হয় ফুলচাষি কুলিয়া গ্রামের শের আলী, হাড়িয়ার মোমেনা খাতুন ও ইমামুল হোসেন, বল্লার শামীম রেজা, রাশিদুল ইসলাম, আজিজুর রহমানের সঙ্গে। ইমামুল হোসেন বলেন, করোনাকালীন খেতে লাখ লাখ টাকার ফুল থাকতেও শেডের টিন বিক্রি করে সংসার চালাতে হয়েছে। যদি ওমিক্রনের প্রকোপে আবার সে রকম অবস্থা হয়, তাহলে পথে বসতে হবে।
ঝিকরগাছার গদখালী অঞ্চলে ১ হাজার ২০০ হেক্টর জমিতে ১১ প্রকারের ফুল বাণিজ্যিকভাবে চাষ হয়। পরীক্ষামূলকভাবে এক্সট্রোমা ও লিলিয়ামের চাষ শুরু হয়েছে। এই এলাকার ৬০০ পরিবারের দেড় লাখ মানুষ ফুল চাষের সঙ্গে জড়িত। এই অঞ্চলে প্রতিবছর সাড়ে তিন শ কোটি টাকার ফুল বেচাকেনা হয়। দেশে উৎপাদিত ফুলের ৭০ ভাগ এই অঞ্চলে হয়।
শিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে।
৬ ঘণ্টা আগেসংস্কার শুরু হয়েছে রাজশাহী মহানগরীর জামালপুর-চকপাড়া ও হড়গ্রাম এলাকায় সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বাড়ির সামনের সড়ক। পুরোনো ইট-খোয়া সরিয়ে নতুন উপকরণ দিয়ে করার কথা কাজ। কিন্তু ঠিকাদার সড়ক দুটি খুঁড়ে পাওয়া পুরোনো ইট-খোয়া দিয়েই কাজ করছেন। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলেও পরিদর্শনেই যাননি
৬ ঘণ্টা আগেবান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নে ভুয়া কাগজপত্রে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে জনপ্রতিনিধিরা ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নয়’ মর্মে প্রত্যয়নপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
৬ ঘণ্টা আগেইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ বেতারের পুরোনো সদর দপ্তর ভবন। রাজধানীর শাহবাগে অবস্থিত এই ভবনের অবস্থা এখন করুণ। বেতারের স্মৃতি-ঐতিহ্যের কিছুই আর অবশিষ্ট নেই। প্রায় পরিত্যক্ত এই ভবন এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ/পিজি) জন্য কাজ করা আনসার সদস্যদের
৬ ঘণ্টা আগে