Ajker Patrika

গাংনীতে মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে আহত ৪

আপডেট : ০১ মার্চ ২০২৪, ১৯: ২৪
গাংনীতে মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে আহত ৪

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার হাটবোয়ালিয়া সড়কের পূর্বমালসাদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন মোটরসাইকেলআরোহী শিশিরপাড়া গ্রামের এনামুল হকের ছেলে রানা (১৫), শরিফুল ইসলামের ছেলে শান্ত (১৫), ইজিবাইক যাত্রী রায়পুর গ্রামের পটলের স্ত্রী মর্জিনা খাতুন (৩৫) ও একজনের পরিচয় পাওয়া যায়নি। 

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গাংনী থানার উপপরিদর্শক (এসআই) মিলন কুমার বিশ্বাস। তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত কোনোপক্ষই এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর মোটরসাইকেল ও ইজিবাইকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’ 

প্রত্যক্ষদর্শীরা জানান, গাংনী থেকে মোটরসাইকেল আরোহী রানা ও শান্ত স্থানীয় হাটবোয়ার দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ইজিবাইক ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। এ সময় চারজন আহত হন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোছা. সুমাইয়া ইয়াসমিন বলেন, ‘আহতদের মধ্যে মর্জিনাকে ভর্তি রাখা হয়েছে। অন্য তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত