Ajker Patrika

তালায় প্রশাসনের হস্তক্ষেপে কিশোরীর বিয়ে বন্ধ 

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
তালায় প্রশাসনের হস্তক্ষেপে কিশোরীর বিয়ে বন্ধ 

সাতক্ষীরার তালায় এক কিশোরীর বিয়ে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়েছে। প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার জন্য তার মা-বাবার কাছ থেকে আজ সোমবার সকালে মুচলেকা নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিন।

বিয়ে বন্ধ করার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। তিনি বলেন, ‘গতকাল রোববার রাতে উপজেলার খলিলনগর গ্রামের এক কিশোরীর (১৩) সঙ্গে গঙ্গারামপুর গ্রামের অপ্রাপ্ত বয়স্ক তরুণের (২০) বাল্যবিবাহের খবর পেয়ে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদেরকে বিয়ে-বাড়িতে পাঠানো হয়। খবর পেয়ে ওই তরুণ বিয়ে বাড়িতে না এসে সটকে পড়েন। এ সময় তাদেরকে আজ সকালে ইউএনওর কার্যালয়ে আসতে বলা হয়। 

আজ সকালে ইউএনও আফিয়া শারমিন এই বাল্যবিবাহ বন্ধ করেন। ওই কিশোরীকে মা-বাবার হেফাজতে দিয়ে পড়াশোনা চালিয়ে নেওয়ার কথা বলা হয়। এ প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার জন্য মুচলেকা নেওয়া হয় বলে জানান মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত