মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানকে নিয়ে ফেসবুকে ‘মানহানিকর’ পোস্ট দেওয়ায় তানভির রহমান রাজু (৩৫) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে আটক করার পর আজ শুক্রবার সকালে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
আজ শুক্রবার সকালে মহম্মদপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মোছা. বেবী নাজনীন মামলাটি করেন। মামলায় একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করা হয়।
গ্রেপ্তার তানভির পেশায় ইটভাটা ব্যবসায়ী। তিনি মহম্মদপুর উপজেলা সদরের জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা।
তানভির রহমান রাজুর ফেসবুক আইডি ঘুরে একটি পোস্ট পাওয়া গেছে। গত ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে তোলা বেবী নাজনীনের একটি হাস্যোজ্জ্বল ছবি ফেসবুকে পোস্ট করে তানভির লিখেছেন, ‘শহীদ মিনারের বেদিতে দাঁত কেলানো ছবি দেখে দ্বিধাগ্রস্ত হই আর ভাবি, ভাষা দিবস কি শোকের না আনন্দের। আসলে এরা মূল বিষয়টাকে ধারণও করে না, লালনও করে না, শুধু লোক দেখানো পালন করে। যে কোনো দিবসে নিজেকে ফোকাস করাই এদের মূল উদ্দেশ্য।’
তানভিরের ফেসবুক ওয়াল ঘেঁটে আরও দুটি পোস্ট পাওয়া গেছে। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার করা সেই পোস্ট দুটিতে কারও নাম উল্লেখ নেই। তবে ধারণা করা হচ্ছে, সেই পোস্ট দুটিও বেবী নাজনীনকে ইঙ্গিত করেই করা হয়েছে।
মামলার বাদী বেবী নাজনীন এ বিষয়ে বলেন, তানভির নিজের ফেসবুক আইডি ব্যবহার করে দীর্ঘদিন ধরে তাঁর (বেবী নাজনীন) বিরুদ্ধে মানহানিকর তথ্য উপস্থাপন করছিলেন। এ কাজ না করতে তানভিরকে সামাজিক ও পারিবারিকভাবে নিষেধ করা হলেও তিনি তা শোনেননি। তাই বাধ্য হয়ে মামলাটি করেছেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুমার রায় বলেন, আসামি তানভিরকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মাগুরার মহম্মদপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানকে নিয়ে ফেসবুকে ‘মানহানিকর’ পোস্ট দেওয়ায় তানভির রহমান রাজু (৩৫) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে আটক করার পর আজ শুক্রবার সকালে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
আজ শুক্রবার সকালে মহম্মদপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মোছা. বেবী নাজনীন মামলাটি করেন। মামলায় একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করা হয়।
গ্রেপ্তার তানভির পেশায় ইটভাটা ব্যবসায়ী। তিনি মহম্মদপুর উপজেলা সদরের জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা।
তানভির রহমান রাজুর ফেসবুক আইডি ঘুরে একটি পোস্ট পাওয়া গেছে। গত ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে তোলা বেবী নাজনীনের একটি হাস্যোজ্জ্বল ছবি ফেসবুকে পোস্ট করে তানভির লিখেছেন, ‘শহীদ মিনারের বেদিতে দাঁত কেলানো ছবি দেখে দ্বিধাগ্রস্ত হই আর ভাবি, ভাষা দিবস কি শোকের না আনন্দের। আসলে এরা মূল বিষয়টাকে ধারণও করে না, লালনও করে না, শুধু লোক দেখানো পালন করে। যে কোনো দিবসে নিজেকে ফোকাস করাই এদের মূল উদ্দেশ্য।’
তানভিরের ফেসবুক ওয়াল ঘেঁটে আরও দুটি পোস্ট পাওয়া গেছে। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার করা সেই পোস্ট দুটিতে কারও নাম উল্লেখ নেই। তবে ধারণা করা হচ্ছে, সেই পোস্ট দুটিও বেবী নাজনীনকে ইঙ্গিত করেই করা হয়েছে।
মামলার বাদী বেবী নাজনীন এ বিষয়ে বলেন, তানভির নিজের ফেসবুক আইডি ব্যবহার করে দীর্ঘদিন ধরে তাঁর (বেবী নাজনীন) বিরুদ্ধে মানহানিকর তথ্য উপস্থাপন করছিলেন। এ কাজ না করতে তানভিরকে সামাজিক ও পারিবারিকভাবে নিষেধ করা হলেও তিনি তা শোনেননি। তাই বাধ্য হয়ে মামলাটি করেছেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুমার রায় বলেন, আসামি তানভিরকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (১০ আগস্ট) রাতে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে শিক্ষক মোহাম্মদ মিরাজ হোসেনকে (৪০) আসামি করে মামলাটি দায়ের করেছেন।
১ সেকেন্ড আগেবৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম।
৩২ মিনিট আগেমাদারীপুরের শিবচরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির লোকজনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে শিবচরের চরশ্যামাইল এলাকার পৌরভবন ২-এর কাছে এ হামলার ঘটনা ঘটে। জয় বাংলা স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগের লো
১ ঘণ্টা আগেপুলিশ বলছে, দুটি লাশই বিকৃত অবস্থায় পাওয়া যায়। যাত্রীর আসনে থাকা মরদেহের মুখ থেঁতলানো অবস্থায় ছিল। গাড়ির সব দরজা খোলা ছিল। তাঁদের মৃত্যুর কারণ নিয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানায়নি তারা।
১ ঘণ্টা আগে