Ajker Patrika

সাতক্ষীরায় করোনা উপসর্গে ৫ জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ০৯
সাতক্ষীরায় করোনা উপসর্গে ৫ জনের মৃত্যু

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। জেলায় গতকাল সোমবার পর্যন্ত করোনা উপসর্গে মোট মারা গেছেন ৮১৯ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯১ জন। 

মৃতরা হলেন সদরের ব্রহ্মরাজপুর এলাকার সফুরা খাতুন (৩০), খুলনার পাইকগাছার মশিউর রহমান (৬০), পৌরসভার কাটিয়ার মজিবুর রহমান (৭৮), আশাশুনির ইয়াসিন হোসেন (১৫) ও শ্যামনগরের নুর মোহাম্মদ (৬৫)।

সামেক হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে ২৪ জন করোনা পজিটিভ হয়েছেন। এ সময় র‍্যাপিড অ্যান্টিজেন কিট ও সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ১৪৬টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ১৬ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত