Ajker Patrika

নৌকার হানিফ নির্বাচনের ফল নিজের পক্ষে নিতে চক্রান্ত করছে, অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর

কুষ্টিয়া প্রতিনিধি
নৌকার হানিফ নির্বাচনের ফল নিজের পক্ষে নিতে চক্রান্ত করছে, অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহাবুবউল আলম হানিফ নির্বাচনের ফল তাঁর পক্ষে নিতে নানাভাবে চক্রান্ত করছেন বলে অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের পারভেজ আনোয়ার তণু। 

আজ শনিবার দুপুরে শহরের আড়ুয়াপাড়ার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন ডেকে এসব অভিযোগ করেন পারভেজ আনোয়ার তনু। 

নৌকার প্রচারণা চালাচ্ছেন—এমন শিক্ষকদের প্রিসাইডিং অফিসার নিয়োগ, পোলিং এজেন্টদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি প্রদান ও প্রশাসনের লোকদের সঙ্গে নিয়ে হানিফের গোপন বৈঠকসহ নানা অভিযোগ করেছেন কুষ্টিয়ার মেয়র পুত্র পারভেজ আনোয়ার তণু। 

লিখিত বক্তব্যে তণু বলেন, ‘মাহবুবউল আলম হানিফের এমন কিছু অনুগত শিক্ষককে প্রিসাইডিং অফিসার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, যারা নিয়মিত নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এ ব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়ার পরও তাদের নিয়োগ বাতিল করা হয়নি। স্থানীয় কুষ্টিয়া ইসলামিয়া কলেজের অনেক সিনিয়র শিক্ষককে বাদ দিয়ে নন এমপিও অস্থায়ী শিক্ষক সুজন কুমার বিশ্বাস ও প্রতাপ কুমার বিশ্বাসসহ একাধিক শিক্ষক যারা নৌকার পক্ষে কাজ করেছেন তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে প্রিসাইডিং অফিসার হিসেবে।’ 

স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ, ‘৪০ থেকে ৪৫টি ভোট কেন্দ্রের বাইরে পরিকল্পিতভাবে গোলযোগ তৈরি করে কেন্দ্র দখলে নেওয়ার চেষ্টা করছেন মাহবুবউল আলম হানিফ।’ 

সংবাদ সম্মেলনে তণু বলেন, ‘নৌকার প্রার্থী তাঁর পিটিআই রোডের বাসভবনে আজ (শনিবার) সকাল থেকে একাধিক সরকারি কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠক করেছেন। প্রশাসনের একটি অংশ ব্যবহার করে ফলাফল তাঁর (হানিফের) অনুকূলে নিতে পরিকল্পনা সাজাচ্ছেন বলেও অভিযোগ এই প্রার্থীর। 

তনু আরও অভিযোগ করেন, ভোটের ঠিক একদিন আগে তাঁর পোলিং এজেন্টদের হুমকি দেওয়া শুরু হয়েছে। ঈগলের পোলিং এজেন্ট হলে নির্বাচনের আগের রাতে আইন-শৃঙ্খলা বাহিনী তাঁদের বাড়ি থেকে তুলে নিয়ে যাবে বলে হুমকি দেওয়া হচ্ছে। 

সংবাদ সম্মেলনে তণু বলেন, শুক্রবার রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতা ও তাঁর লোকজন আমার সমর্থকদের ঘরে ঘরে যেয়ে প্রাণনাশের হুমকি দেন। তিনি বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছেন ভোটার উপস্থিতি কমাতে মাহবুবউল আলম হানিফের লোকজন আজ শনিবার এবং আগামীকাল বিভিন্ন ধরনের নাশকতা সৃষ্টি করতে পারে। 

এ বিষয়ে প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন পারভেজ আনোয়ার তনু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত