Ajker Patrika

অর্ধেকে নেমেছে তরমুজের দাম, তবুও ক্রেতার আকাল

প্রতিনিধি
আপডেট : ১৭ মে ২০২১, ১৭: ১১
অর্ধেকে নেমেছে তরমুজের দাম, তবুও ক্রেতার আকাল

খুলনা: তরমুজ নিয়ে কত কথাই না হলো। কেজি দরে বিক্রি ঠেকাতে হাটে নামলেন ম্যাজিস্ট্রেটও। কিছু জায়গায় দাম নির্ধারণ করে দিল প্রশাসন। তবুও যেন তরমুজের দামে লাগাম টানা যাচ্ছিল না। পুরো রমজান এভাবেই চলেছে। কিন্তু হঠাৎ করেই কে যেন তরমুজের বাজারে জল ঢেলে দিল। প্রশাসনের কোনো হস্তক্ষেপে ছাড়াই এক লাফে অর্ধেকে নেমে গেল তরমুজের দাম।

তরমুজের দাম কমে যাওয়ার পেছনে অবশ্য কাজ করেছে অর্থনীতির ধ্রুপদী সূত্র। ঈদের কয়েক দিন আগে থেকেই আর চাহিদা নেই এই মৌসুমী ফলের। এমনটাই হয়েছে খুলনায়। বিক্রেতারা বলছেন, ঈদের দুদিন আগে থেকে তরমুজের দাম নিম্নমুখী। এখনো তা অব্যাহত। তাঁরা বলছেন, সরবরাহ কম। কিন্তু অর্থনীতির ভাষায় সরবরাহ কম থাকলে দাম বৃদ্ধি পাওয়ার কথা। হয়েছে উল্টো।

রোজার মধ্যে যে তরমুজ কেজি প্রতি ৫০ টাকা দরে বিক্রি হতো, সেটি এখন ২৫ টাকায় নেমে এসেছে। তবুও ক্রেতা নেই।

খুলনা পুরাতন রেল স্টেশন কাঁচা ও পাকা ফলের আড়তে সরেজমিনে ঘুরে দেখা যায়, তরমুজের দোকানে ভিড় নেই। আড়ত ও দোকান মালিকেরা অলস দিন পার করছেন। তরমুজ ব্যবসায়ী মো. আলম সরদার আজকের পত্রিকাকে বলেন, কয়েকদিন ধরেই তরমুজের দাম কম। ক্রেতা নেই বললেই চলে। ঈদের দুদিন আগে থেকে দাম পড়তে শুরু করেছে, এখনো কমছে।

নগরীর ময়লাপোতা মোড়ের তরমুজ বিক্রেতা মো. সোহাগ হাওলাদার জানান, এক সপ্তাহ ধরে ফলটির দাম কমেছে। তিনি পিস হিসেবে তরমুজ বিক্রি করেন। প্রতি পিস ১২০ থেকে ১৫০ টাকা। তাঁর দোকানে প্রচুর তরমুজ। কিন্তু ক্রেতাদের আগ্রহ কম থাকায় আজ দুদিন তরমুজের বেচাকেনা খুব কম। একই কথা জানালেন শান্তিধাম মোড়ের বিক্রেতা তাহের। তিনি বলেন, রোজার সময় তরমুজের ব্যবসা ভালো ছিল। ঈদের দুদিন আগ থেকে বেচাকেনা পড়ে গেছে। আজও একই অবস্থা।

ডাকবাংলো এলাকায় কথা হয় ক্রেতা আবু শাহাদাৎ রনির সঙ্গে। তিনি বলেন, 'তরমুজের দাম এখনো সহনীয় পর্যায়ে আসেনি। দুই বছর আগেও তিনি ১৫ টাকা দরে তরমুজ কিনেছেন। তবে এবার তরমুজের দাম রোজার মাসে যেভাবে বেড়েছিল, তা তিনি গত বছরও দেখেননি। তা ছাড়া বৃদ্ধি পাবে না কেন? তিন হাত বদলের পর আমরা এটি পেয়ে থাকি। ফড়িয়া, আড়তদার ও খুচরা দোকানি। তিন স্তরের টাকা আমাদের পকেট থেকেই যায়। তা ছাড়া বাজারে নতুন ফলের আগমন ঘটেছে। জনগণ তরমুজ এখন এত দামে আর খেতে চাইবে না।'

কাঁচা ও পাকা ফলের আড়ত দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল হায়দার পাটোয়ারি বলেন, বাজারে নতুন ফল আসতে শুরু করেছে। তা ছাড়া নতুন ফলের কারণে এখন তরমুজের প্রতি ক্রেতাদের আগ্রহ কমেছে। তাই দামও কমে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত