কামরুজ্জামান রাজু, কেশবপুর (যশোর)
যশোরের কেশবপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে ভূগর্ভস্থ পানি তুলে মাছের ঘেরগুলো পূর্ণ করা হচ্ছে। এতে করে আসন্ন বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির কারণে এলাকায় ফের বন্যাসহ ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসী বলছেন, এখন ভূগর্ভস্থ পানি তুলে ঘের ভর্তি করে রাখায় বর্ষার পানি ধারণের জায়গা কমে যাবে। ফলে সামান্য বৃষ্টিতেই ঘেরের পানি উপচে আশপাশের বসতভিটায় জলাবদ্ধতা সৃষ্টি করবে। গত বছর এমন পরিস্থিতি সৃষ্টি হয়ে ১০৪টি গ্রামে জলাবদ্ধতা দেখা দেয়। পানিবন্দী হয়ে পড়ে ৪০ হাজার মানুষ। অনেকে রাস্তার পাশে আশ্রয় নেন। দীর্ঘ ছয় মাসের জলাবদ্ধতায় কৃষি ও মৎস্য অফিস ১২০ কোটি টাকার ক্ষতি নিরূপণ করে।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, কেশবপুরে মাছের ছোট-বড় ৪ হাজার ৬৫৮টি ঘের রয়েছে। গত বছর বর্ষায় এসব ঘের উপচে বন্যার দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা দেখা দেয়।
আলতাপোল ও মধ্যকূল এলাকায় গিয়ে দেখা গেছে, মাছচাষিরা সেচযন্ত্র দিয়ে ভূগর্ভস্থ পানি উত্তোলন করে ঘের ভরে ফেলছেন। অনেকে প্রশাসনের ভয়ে রাতের আঁধারে পানি উত্তোলন করছেন বলে এলাকাবাসী জানিয়েছেন।
মধ্যকূল গ্রামের আব্দুল কাদের আশঙ্কা প্রকাশ করেন, এভাবে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকায় ঘেরে পানি উত্তোলন করা হলে গতবারের মতো এবারও মানুষের বাড়িঘরে পানি উঠে আসবে।
কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন আলা বলেন, ‘গত বছর বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টি ও নদনদীর উপচে পড়া পানিতে আমার ইউনিয়নের ১১টি গ্রাম প্লাবিত হয়। এবার আগেভাগেই ঘেরমালিকদের বলা হয়েছে ঘের স্থাপন নীতিমালা অনুসরণ করে মাছ চাষ করার জন্য।’
এ ব্যাপারে যোগাযোগ করা হলে জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস বলেন, মালিকদের ভবদহ এলাকায় মৎস্যঘের স্থাপন নীতিমালা, ২০১৯ অনুসরণ করে ঘের স্থাপন করতে বলা হয়েছে। এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে জনগণকে সচেতন ও সতর্ক করতে মাইকিং করা হচ্ছে। এর পরও অবৈধভাবে ভূগর্ভের পানি কেউ উত্তোলন করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যশোরের কেশবপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে ভূগর্ভস্থ পানি তুলে মাছের ঘেরগুলো পূর্ণ করা হচ্ছে। এতে করে আসন্ন বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির কারণে এলাকায় ফের বন্যাসহ ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসী বলছেন, এখন ভূগর্ভস্থ পানি তুলে ঘের ভর্তি করে রাখায় বর্ষার পানি ধারণের জায়গা কমে যাবে। ফলে সামান্য বৃষ্টিতেই ঘেরের পানি উপচে আশপাশের বসতভিটায় জলাবদ্ধতা সৃষ্টি করবে। গত বছর এমন পরিস্থিতি সৃষ্টি হয়ে ১০৪টি গ্রামে জলাবদ্ধতা দেখা দেয়। পানিবন্দী হয়ে পড়ে ৪০ হাজার মানুষ। অনেকে রাস্তার পাশে আশ্রয় নেন। দীর্ঘ ছয় মাসের জলাবদ্ধতায় কৃষি ও মৎস্য অফিস ১২০ কোটি টাকার ক্ষতি নিরূপণ করে।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, কেশবপুরে মাছের ছোট-বড় ৪ হাজার ৬৫৮টি ঘের রয়েছে। গত বছর বর্ষায় এসব ঘের উপচে বন্যার দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা দেখা দেয়।
আলতাপোল ও মধ্যকূল এলাকায় গিয়ে দেখা গেছে, মাছচাষিরা সেচযন্ত্র দিয়ে ভূগর্ভস্থ পানি উত্তোলন করে ঘের ভরে ফেলছেন। অনেকে প্রশাসনের ভয়ে রাতের আঁধারে পানি উত্তোলন করছেন বলে এলাকাবাসী জানিয়েছেন।
মধ্যকূল গ্রামের আব্দুল কাদের আশঙ্কা প্রকাশ করেন, এভাবে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকায় ঘেরে পানি উত্তোলন করা হলে গতবারের মতো এবারও মানুষের বাড়িঘরে পানি উঠে আসবে।
কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন আলা বলেন, ‘গত বছর বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টি ও নদনদীর উপচে পড়া পানিতে আমার ইউনিয়নের ১১টি গ্রাম প্লাবিত হয়। এবার আগেভাগেই ঘেরমালিকদের বলা হয়েছে ঘের স্থাপন নীতিমালা অনুসরণ করে মাছ চাষ করার জন্য।’
এ ব্যাপারে যোগাযোগ করা হলে জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস বলেন, মালিকদের ভবদহ এলাকায় মৎস্যঘের স্থাপন নীতিমালা, ২০১৯ অনুসরণ করে ঘের স্থাপন করতে বলা হয়েছে। এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে জনগণকে সচেতন ও সতর্ক করতে মাইকিং করা হচ্ছে। এর পরও অবৈধভাবে ভূগর্ভের পানি কেউ উত্তোলন করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় সাংবাদিক পরিচয় দিয়ে কথা বলতে চাইলে দলটির কয়েকজন নেতা বলতে থাকেন, ‘এসব নিয়ে নিউজ করা যাবে না। এতে দলের বদনাম হবে।’ ওই সময় তাঁদের সামনেই বাড়ির মালিক ফাতেমা আহমেদ বলতে থাকেন, তিনি চার মাসের ভাড়া পাবেন। তাঁকে ভাড়া দেওয়া হয়নি। ভাড়ার টাকা দিয়েই তিনি সংসার চালান। ভাড়া না পেয়ে বিপদে পড়েছেন।
৩ মিনিট আগেকক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর পাড় থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চিংড়িজোনের চিলখালী কাটাবুনিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
৩২ মিনিট আগেআজ শনিবার ফরিদপুরে ‘মাদারস অব জুলাই’ অনুষ্ঠানে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন শহরের পূর্ব খাবাসপুর এলাকার শামসু মোল্যার স্ত্রী মেঘলা বেগম। গত বছর ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ফরিদপুরে নিহত হন শামসু। ফরিদপুর জেলা প্রশাসন এবং মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে
৪৩ মিনিট আগেনরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের ওপর হামলার চেষ্টার অভিযোগে এক ক্লিনিকের মালিককে আটক করা হয়েছে। আজ শনিবার (২ আগস্ট) দুপুরে সিরাজ খান ডায়াগনস্টিক সেন্টার থেকে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে