প্রতিনিধি, বাগেরহাট
বাগেরহাটে ১০ মণ ওজনের এক বিশালাকৃতির স্টিং রে মাছ পাওয়া গেছে। স্থানীয়ভাবে এটিকে বলে ‘শাপলাপাতা’ মাছ। আজ মঙ্গলবার সকালে জেলেরা বাগেরহাট শহরের কেবি বাজারে মাছটি নিয়ে আসেন। বিশালাকৃতির মাছটি দেখতে অনেকেই ভিড় জমান। পাঁচ দিন আগে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে বিশালাকৃতির এই মাছ ধরা পড়ে।
কেবি বাজারে অনুপ কুমার বিশ্বাসের আড়তে উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়েছে। মাছ ব্যবসায়ী জাফর ও জাকির সরদার ৪৮ হাজার টাকায় মাছটি কিনেছেন। বাগেরহাট সদর উপজেলার খানজাহান আলী মাজার মোড় সংলগ্ন হাটে ৩৫০ টাকা কেজি দরে পরে বিক্রি হয়েছে।
মাজার মোড় সংলগ্ন বাজারে আসা কেরামত আলী বলেন, মাইকে ১০ মণ ওজনের মাছ বিক্রির কথা শুনলাম। বাজারে এসে দুই কেজি কিনলাম। পুরো মাছ দেখতে পারিনি।
অনুপ কুমার বিশ্বাস বলেন, পাথরঘাটার মাছ ব্যবসায়ী মাসুম কোম্পানির জেলেদের জালে মাছটি ধরা পড়ে। সকালে আমার আড়তে ৪৮ হাজার টাকায় মাছটি বিক্রি হয়। এত বড় মাছ খুব কম পাওয়া যায়।
মাছ ব্যবসায়ী জাকির বলেন, ‘শাপলাপাতা’ মাছ খুবই সুস্বাদু। সাধারণত এক থেকে তিন মণের মাছ প্রায়ই পাওয়া যায়। সেগুলো খুচরা বাজারে আমরা ২৫০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি করি। এটি যেহেতু অনেক বড়, তাই ৩৫০ টাকা কেজি দরে বিক্রি করছি।
কেবি বাজার আড়তদার সমিতির সভাপতি আবেদ আলী বলেন, মাঝে মাঝে জেলেদের জালে বড় মাছ ধরা পড়ে। সকালে বিক্রি হওয়া ‘শাপলাপাতা’ মাছটির ওজন অন্তত ১০ মণ ওজনের। এর আগেও ২৭ কেজি ওজনের একটি কৈয়া ভোল মাছ (পোয়া) কেবি বাজারে নিয়ে এসেছিলেন জেলেরা। দেড় লক্ষাধিক টাকায় মাছটি বিক্রি হয়েছিল।
বাগেরহাটে ১০ মণ ওজনের এক বিশালাকৃতির স্টিং রে মাছ পাওয়া গেছে। স্থানীয়ভাবে এটিকে বলে ‘শাপলাপাতা’ মাছ। আজ মঙ্গলবার সকালে জেলেরা বাগেরহাট শহরের কেবি বাজারে মাছটি নিয়ে আসেন। বিশালাকৃতির মাছটি দেখতে অনেকেই ভিড় জমান। পাঁচ দিন আগে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে বিশালাকৃতির এই মাছ ধরা পড়ে।
কেবি বাজারে অনুপ কুমার বিশ্বাসের আড়তে উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়েছে। মাছ ব্যবসায়ী জাফর ও জাকির সরদার ৪৮ হাজার টাকায় মাছটি কিনেছেন। বাগেরহাট সদর উপজেলার খানজাহান আলী মাজার মোড় সংলগ্ন হাটে ৩৫০ টাকা কেজি দরে পরে বিক্রি হয়েছে।
মাজার মোড় সংলগ্ন বাজারে আসা কেরামত আলী বলেন, মাইকে ১০ মণ ওজনের মাছ বিক্রির কথা শুনলাম। বাজারে এসে দুই কেজি কিনলাম। পুরো মাছ দেখতে পারিনি।
অনুপ কুমার বিশ্বাস বলেন, পাথরঘাটার মাছ ব্যবসায়ী মাসুম কোম্পানির জেলেদের জালে মাছটি ধরা পড়ে। সকালে আমার আড়তে ৪৮ হাজার টাকায় মাছটি বিক্রি হয়। এত বড় মাছ খুব কম পাওয়া যায়।
মাছ ব্যবসায়ী জাকির বলেন, ‘শাপলাপাতা’ মাছ খুবই সুস্বাদু। সাধারণত এক থেকে তিন মণের মাছ প্রায়ই পাওয়া যায়। সেগুলো খুচরা বাজারে আমরা ২৫০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি করি। এটি যেহেতু অনেক বড়, তাই ৩৫০ টাকা কেজি দরে বিক্রি করছি।
কেবি বাজার আড়তদার সমিতির সভাপতি আবেদ আলী বলেন, মাঝে মাঝে জেলেদের জালে বড় মাছ ধরা পড়ে। সকালে বিক্রি হওয়া ‘শাপলাপাতা’ মাছটির ওজন অন্তত ১০ মণ ওজনের। এর আগেও ২৭ কেজি ওজনের একটি কৈয়া ভোল মাছ (পোয়া) কেবি বাজারে নিয়ে এসেছিলেন জেলেরা। দেড় লক্ষাধিক টাকায় মাছটি বিক্রি হয়েছিল।
দীর্ঘদিন ধরে জনবলসংকটে ধুঁকছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা। চার ভাগের এক ভাগ কর্মচারী দিয়ে চলছে কার্যক্রম। জনবলের অভাবে পড়ে আছে দেশের বৃহত্তম এ রেলওয়ে কারখানার ১৫৩ কোটি টাকা ব্যয়ে আমদানি করা মেশিনারিজ।
২ ঘণ্টা আগেকক্সবাজার সাগরপারের সুগন্ধা পয়েন্টে হোটেল-মোটেল জোনের ২০০ কোটি টাকা মূল্যের ২ একর ৩০ শতক খাসজমি দখল করে শতাধিক দোকান নির্মাণ করা হয়েছে। অভিযোগ উঠেছে, জাল কাগজ বানিয়ে একটি সংঘবদ্ধ চক্র ৫ আগস্ট পরবর্তী প্রশাসনিক শিথিলতার সুযোগে হোটেল-মোটেল জোনের বাতিল করা প্লটের এই জমি দখল করেছে।
৩ ঘণ্টা আগেসাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তাঁরা খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডে অংশ নেয় দুজন। প্রথমে সাগর ও পরে রুনিকে ছুরিকাঘাত করা হয়। তবে ডিএনএ রিপোর্টে অস্পষ্টতা থাকায় হত্যাকারীদের শনাক্ত করা এখনো সম্ভব হয়নি।
৬ ঘণ্টা আগেবরগুনার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীতে নির্বিচারে মারা পড়ছে ইলিশের পোনা বা জাটকা। নিষিদ্ধ বাঁধা, গোপ, বেহেন্দি ও কারেন্ট জালে এগুলো শিকার করা হচ্ছে। দেড়-দুই ইঞ্চি লম্বা এসব মাছকে এলাকার হাট-বাজারে ‘চাপিলা’ বলে বিক্রি করছেন জেলেরা। সেই সঙ্গে শুঁটকি বানানো হচ্ছে।
৬ ঘণ্টা আগে