Ajker Patrika

ভোটের পর প্রথম মাগুরায় এমপি সাকিব

মাগুরা প্রতিনিধি
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ০৮
ভোটের পর প্রথম মাগুরায় এমপি সাকিব

৭ জানুয়ারির ভোটের পরদিন মাগুরা–১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান এলাকা ছাড়েন। তিন সপ্তাহ ধরে তিনি প্রিমিয়ার লীগে (বিপিএল) খেলতে মাগুরার বাইরে অবস্থান করেন। গতকাল বুধবার হঠাৎ মাগুরায় আসেন এমপি সাকিব আল হাসান। আজ বৃহস্পতিবার তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে সদর উপজেলা পরিষদের মতবিনিময় সভায় যোগ দেন। 

সভায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসের বাবলু, ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ ১৩ ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। 

সভায় সাকিব আল হাসান এমপি বলেন, ‘শুভ সকাল। সদরের সব চেয়ারম্যান এখানে আছেন। নির্বাচনের পর অফিশিয়ালি সবার সঙ্গে দেখা হয়নি। আশা করি, কিছুদিন পর সবার সঙ্গে আবার দেখা হবে। আপাদের কীভাবে আমি সাহায্য করতে পারি আমাকে জানাবেন। আমি আপনাদের সবার সঙ্গে আলাদা করে কথা বলব। আপনাদের সঙ্গে আমার প্রথম পরিচয় হলো। বিপিএল খেলা চলায় আসলে এই দেরি টা হলো।’ 

মাগুরা সদর উপজেলা পরিষদের মতবিনিময় সভা। ছবি: আজকের পত্রিকাক্রিকেটার সাকিব আল হাসান বলেন, ‘প্রধানমন্ত্রী সারা দেশকে যেভাবে দেখতে চান। আমরা সবাই সেভাবেই আমাদের মাগুরাকে গড়ে তুলব। বিপিএল এ খেলার কারণে একটু দেরি হয়েছে আসতে। কদিন পর আবার দেখা হবে। আশা করি, ৭ তারিখে আবার দেখা হবে। তখন আমি দুই–তিন দিন থাকব মাগুরায়। কাজ শুরু করব। সংসদে কি তুলে ধরব। মন্ত্রণালয়ে কি কাজ করব। ওগুলো নিয়ে আমি কাজ করব। অগ্রাধিকার ভিত্তিতে আমি কাজ করব। আপনারা আমাকে সাহায্য করবেন আশা করি।’ 

সভা শেষে মাগুরা সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে সংসদ সদস্য সাকিব আল হাসানকে সম্মাননা স্মারক দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বিকেলে তিনি মাগুরা ছেড়ে আবার বিপিএলে অংশ নেবেন বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত