ফুলতলা (খুলনা) প্রতিনিধি
ফুলতলা উপজেলার দামোদর পথেরবাজার এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যালয়ের সিল ব্যবহার করে ভুয়া নিয়োগপত্র প্রদানের অভিযোগে প্রণব চ্যাটার্জি (৫৩) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব।
গত বুধবার রাত পৌনে একটায় উপজেলার দামোদর পথেরবাজার এলাকার বাবলু সরদারের ভাড়াটিয়া বাড়িতে অভিযান চালিয়ে প্রণব চ্যাটার্জিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার তাঁর নামে মামলা হয়েছে।
এ সময় তাঁর কাছ থেকে সরকারি চাকরির ১১টি ভুয়া নিয়োগপত্র, নয়টি সিল, রাষ্ট্রপতির আদেশনামাসহ প্রতারণায় ব্যবহৃত স্ট্যাম্প ও চেক জব্দ করা হয়। সে কুষ্টিয়া জেলার কুমারখালির রামদিয়া এলাকার পুরঞ্জয় চ্যাটার্জির পুত্র।
র্যাব জানায়, ফুলতলা এলাকায় চাকরি দেওয়ার নামে এক প্রতারক বিভিন্ন ব্যক্তির নিকট থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে বুধবার রাত পৌনে একটায় উপজেলার দামোদর পথেরবাজার এলাকার বাবলু সরদারের ভাড়াটিয়া বাড়িতে অভিযান চালিয়ে প্রণব চ্যাটার্জিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে সরকারি চাকরির ১১টি ভুয়া নিয়োগপত্র, বিভিন্ন দপ্তরের ৯টি সিল, রাষ্ট্রপতির ৩ কপি আদেশনামা, ১টি চেক বই প্রতারণা কাজে ব্যবহৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির ৪টি সুপারিশনামা এবং ১টি স্ট্যাম্প উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ভুক্তভোগী ফুলতলা বাজারের দরজি ব্যবসায়ী মোহাম্মাদ আলী মুনশি বাদী হয়ে প্রণব মুখার্জিকে আসামিকে করে শুক্রবার রাতে ফুলতলা থানায় মামলা করেন।
মামলার বাদী অভয়নগর উপজেলার ধুলগ্রামের মোহাম্মাদ আলী বলেন, ‘বিভিন্ন সময়ে আমার দোকান থেকে কাপড় বানাতে এসে প্রণবের সঙ্গে সম্পর্ক গড়ে উঠে। সে সূত্র ধরে আমার ছেলে লিটনকে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন সময়ে ৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে নিয়োগপত্র দেওয়ার ব্যাপারে টালবাহানা করতে থাকে।’
এছাড়া ধুলগ্রাম এলাকার আসলাম হোসেনের পুত্র সাকিবের কাছ থেকে ২ লাখ ৮৩ হাজার টাকা, ফুলতলা উপজেলার দামোদর ঋষিপাড়া এলাকার নিরোদের ছেলে শুভাংকরের কাছ থেকে ২ লাখ ৮৩ হাজার টাকা ও পঠিয়াবন্ধা এলাকার মৃত আলেক খানের পুত্র রিয়াদের কাছ থেকে ২ লাখ ৮৩ হাজার টাকা হাতিয়ে নেয়। ডুমুরিয়া উপজেলার আরও ২ জনের কাছ থেকে ৬ লাখ ২১ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। এদের সকলকে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক ও মালিসহ বিভিন্ন পদে চাকরি দেওয়ার কথা বলেছে প্রণব।
এ ব্যাপারে র্যাব-৬ এর লে. কমান্ডার সরোয়ার জানান, তিনি দীর্ঘদিন সহজ সরল মানুষকে প্রতারিত করে অত্যন্ত সুক্ষতার সঙ্গে চাকরি দেওয়ার নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। তাঁর কোনো অফিস বা দপ্তর নেই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেই এ প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তবে যে সকল দপ্তর বা প্রতিষ্ঠানের ভুয়া নিয়োগপত্র ও সীল ব্যবহার করেছে সে দপ্তর বা প্রতিষ্ঠানের কেউ এ প্রতারণার সঙ্গে জড়িত কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, আসামিকে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে।
ফুলতলা উপজেলার দামোদর পথেরবাজার এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যালয়ের সিল ব্যবহার করে ভুয়া নিয়োগপত্র প্রদানের অভিযোগে প্রণব চ্যাটার্জি (৫৩) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব।
গত বুধবার রাত পৌনে একটায় উপজেলার দামোদর পথেরবাজার এলাকার বাবলু সরদারের ভাড়াটিয়া বাড়িতে অভিযান চালিয়ে প্রণব চ্যাটার্জিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার তাঁর নামে মামলা হয়েছে।
এ সময় তাঁর কাছ থেকে সরকারি চাকরির ১১টি ভুয়া নিয়োগপত্র, নয়টি সিল, রাষ্ট্রপতির আদেশনামাসহ প্রতারণায় ব্যবহৃত স্ট্যাম্প ও চেক জব্দ করা হয়। সে কুষ্টিয়া জেলার কুমারখালির রামদিয়া এলাকার পুরঞ্জয় চ্যাটার্জির পুত্র।
র্যাব জানায়, ফুলতলা এলাকায় চাকরি দেওয়ার নামে এক প্রতারক বিভিন্ন ব্যক্তির নিকট থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে বুধবার রাত পৌনে একটায় উপজেলার দামোদর পথেরবাজার এলাকার বাবলু সরদারের ভাড়াটিয়া বাড়িতে অভিযান চালিয়ে প্রণব চ্যাটার্জিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে সরকারি চাকরির ১১টি ভুয়া নিয়োগপত্র, বিভিন্ন দপ্তরের ৯টি সিল, রাষ্ট্রপতির ৩ কপি আদেশনামা, ১টি চেক বই প্রতারণা কাজে ব্যবহৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির ৪টি সুপারিশনামা এবং ১টি স্ট্যাম্প উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ভুক্তভোগী ফুলতলা বাজারের দরজি ব্যবসায়ী মোহাম্মাদ আলী মুনশি বাদী হয়ে প্রণব মুখার্জিকে আসামিকে করে শুক্রবার রাতে ফুলতলা থানায় মামলা করেন।
মামলার বাদী অভয়নগর উপজেলার ধুলগ্রামের মোহাম্মাদ আলী বলেন, ‘বিভিন্ন সময়ে আমার দোকান থেকে কাপড় বানাতে এসে প্রণবের সঙ্গে সম্পর্ক গড়ে উঠে। সে সূত্র ধরে আমার ছেলে লিটনকে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন সময়ে ৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে নিয়োগপত্র দেওয়ার ব্যাপারে টালবাহানা করতে থাকে।’
এছাড়া ধুলগ্রাম এলাকার আসলাম হোসেনের পুত্র সাকিবের কাছ থেকে ২ লাখ ৮৩ হাজার টাকা, ফুলতলা উপজেলার দামোদর ঋষিপাড়া এলাকার নিরোদের ছেলে শুভাংকরের কাছ থেকে ২ লাখ ৮৩ হাজার টাকা ও পঠিয়াবন্ধা এলাকার মৃত আলেক খানের পুত্র রিয়াদের কাছ থেকে ২ লাখ ৮৩ হাজার টাকা হাতিয়ে নেয়। ডুমুরিয়া উপজেলার আরও ২ জনের কাছ থেকে ৬ লাখ ২১ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। এদের সকলকে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক ও মালিসহ বিভিন্ন পদে চাকরি দেওয়ার কথা বলেছে প্রণব।
এ ব্যাপারে র্যাব-৬ এর লে. কমান্ডার সরোয়ার জানান, তিনি দীর্ঘদিন সহজ সরল মানুষকে প্রতারিত করে অত্যন্ত সুক্ষতার সঙ্গে চাকরি দেওয়ার নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। তাঁর কোনো অফিস বা দপ্তর নেই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেই এ প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তবে যে সকল দপ্তর বা প্রতিষ্ঠানের ভুয়া নিয়োগপত্র ও সীল ব্যবহার করেছে সে দপ্তর বা প্রতিষ্ঠানের কেউ এ প্রতারণার সঙ্গে জড়িত কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, আসামিকে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে।
ঢাকার আশুলিয়ায় উল্টো পথে চলা একটি অটোরিকশা লরির নিচে চাপা পড়ে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন আলতাফ (৫০), নূরজাহান (২৪) ও শিশু আব্দুল্লাহ (৪)। দুর্ঘটনাটি ঘটে রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদের সামনে।
১ ঘণ্টা আগেপৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যকুল সরদারপাড়ায় সরেজমিন ঘুরে দেখা গেছে, বাড়িঘরে পানি ঢুকে পড়েছে, তলিয়ে গেছে চলাচলের একমাত্র পথ। ১ নম্বর ওয়ার্ডের সাহাপাড়া খ্রিষ্টান মিশনের পাশের সড়কেও পানি উঠে এসেছে।
১ ঘণ্টা আগেপার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিশিষ্ট কূটনীতিক সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘আজকের এই কৃষি যন্ত্রপাতি হস্তান্তর শুধু যন্ত্র সরবরাহ নয়, এটি রাষ্ট্রের প্রতিশ্রুতি ও দায়বদ্ধতার প্রতিফলন। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সমতল হোক কিংবা পাহাড়—কোথাও খাদ্যঘাটতির জায়গা থাকবে না।’
১ ঘণ্টা আগেগত বছর ঢাকায় কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে প্রাণ হারান লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের বারঘড়িয়া গ্রামের মিরাজ। তিনি ছিলেন মৃত আব্দুস ছালামের বড় ছেলে। মাত্র ৫ শতাংশ জমি কিনে বাড়ি করার ইচ্ছে ছিল তাঁদের। কিন্তু প্রতিবেশী দুলাল মণ্ডল দলিল থাকা সত্ত্বেও জমিটি দখলে নিতে দেননি।
২ ঘণ্টা আগে