Ajker Patrika

সাতক্ষীরায় ৩৩ প্রজাতির আমের প্রদর্শনী 

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় ৩৩ প্রজাতির আমের প্রদর্শনী 

সাতক্ষীরা জেলায় উৎপন্ন হিমসাগর, ল্যাংড়া, গোবিন্দভোগ, আম্রপালিসহ স্থানীয় ৩৩ প্রজাতির আমের প্রদর্শনী হয়েছে। আজ সোমবার জেলা কালেক্টরেট পার্কে এ প্রদর্শনীর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। 

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘সাতক্ষীরার আম একটি ব্রান্ড। যেহেতু এখানকার আম দেশের অন্য যেকোনো জেলা থেকে আগে পাকে, সে কারণে এ আমের চাহিদাও রয়েছে দেশে এবং বিদেশে। তাই আম উৎপাদন ও বিপণনে সবার আন্তরিকতা থাকতে হবে।’ 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন–অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক একেএম শফিউল আজম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত