Ajker Patrika

যশোরে বাস-ইজিবাইক সংঘর্ষে তিন ভাইবোনসহ নিহত ৭

যশোর প্রতিনিধি
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ২২: ৪৮
যশোরে বাস-ইজিবাইক সংঘর্ষে তিন ভাইবোনসহ নিহত ৭

যশোর সদরে বাসচাপায় ইজিবাইকের ৭ যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার তেঁতুলতলা এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন একই পরিবারের। তাঁদের বাড়ি যশোর সদরের সুলতানপুর গ্রামে।
 
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ৫ জন হলেন ইজিবাইকের চালক যশোর সদরের সুলতানপুরের ইমরান হোসেন (২৭), বাঘারপাড়ার যাদবপুরের হেলালের যমজ ছেলে হোসেন ও হোসাইন (২), মেয়ে খাদিজা (৭) এবং একই গ্রামের বাবুল মুন্সির স্ত্রী ফাহিমা খাতুন (৩০)। অন্য দুজনের পরিচয় জানা যায়নি।

জাহাঙ্গীর হোসেন নামে স্থানীয় এক মুদিদোকানি জানান, যশোর থেকে ইজিবাইকটি ৭জন যাত্রী নিয়ে লেবুতলা বাজারের দিকে যাচ্ছিল। পথে তেঁতুলতলা এলাকায় ইজিবাইকটি বাইপাস সড়কে নামতে গেলে পেছনে থেকে একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে ৬ জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতরা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।’

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, তেঁতুলতলায় সড়ক দুর্ঘটনায় ইজিবাইকের চালকসহ ৭ জন নিহত হয়েছেন বলে জানতে পেরেছেন। বাস ও ইজিবাইকটি জব্দ করা হয়েছে। 

যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ মোহাম্মদ আলী হাসান আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত