দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীনকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার রাতে ঢাকার নির্বাচন কমিশন সচিবালয় থেকে পাঠানো এক আদেশের পরিপ্রেক্ষিতে তাঁকে প্রত্যাহার করা হয়। কুষ্টিয়া জেলা পুলিশ ও নির্বাচন অফিস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় কুষ্টিয়া জেলা নির্বাচন কার্যালয়ে নির্বাচন কমিশন থেকে একটি মেইল আসে। উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত মেইল বার্তায় চলমান অবস্থায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনিক কারণে ওসি নাসির উদ্দীনকে প্রত্যাহার করতে বলা হয়েছে। তাঁর পরিবর্তে একজন উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী ওসি নাসির উদ্দীনকে প্রত্যাহার করে তাঁর স্থলে উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করে নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ওসি নাসির উদ্দীনকে প্রত্যাহার করে তাঁর পরিবর্তে বৃহস্পতিবার রাতেই নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে এস এম জাবীদ হাসানকে দায়িত্ব দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার সকালে নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাবীদ হাসান আজকের পত্রিকাকে জানান, তিনি বুধবার রাতেই তাঁর নতুন কর্মস্থানে যোগদান করেছেন। এর আগে তিনি মিরপুর থানার তদন্ত কর্মকর্তা, কুষ্টিয়া সদর থানা ও সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
২৮ নভেম্বর দৌলতপুর উপজেলার ১৪টি ইউপিতে ভোটগ্রহণ হবে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় ও একাধিক ‘বিদ্রোহী’ প্রার্থী রয়েছেন। বিএনপির নেতারাও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন। প্রতিদিন এই উপজেলায় নির্বাচনী সহিংসতা ঘটছে। নেতারা পথসভায় বিভিন্ন ধরনের উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীনকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার রাতে ঢাকার নির্বাচন কমিশন সচিবালয় থেকে পাঠানো এক আদেশের পরিপ্রেক্ষিতে তাঁকে প্রত্যাহার করা হয়। কুষ্টিয়া জেলা পুলিশ ও নির্বাচন অফিস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় কুষ্টিয়া জেলা নির্বাচন কার্যালয়ে নির্বাচন কমিশন থেকে একটি মেইল আসে। উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত মেইল বার্তায় চলমান অবস্থায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনিক কারণে ওসি নাসির উদ্দীনকে প্রত্যাহার করতে বলা হয়েছে। তাঁর পরিবর্তে একজন উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী ওসি নাসির উদ্দীনকে প্রত্যাহার করে তাঁর স্থলে উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করে নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ওসি নাসির উদ্দীনকে প্রত্যাহার করে তাঁর পরিবর্তে বৃহস্পতিবার রাতেই নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে এস এম জাবীদ হাসানকে দায়িত্ব দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার সকালে নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাবীদ হাসান আজকের পত্রিকাকে জানান, তিনি বুধবার রাতেই তাঁর নতুন কর্মস্থানে যোগদান করেছেন। এর আগে তিনি মিরপুর থানার তদন্ত কর্মকর্তা, কুষ্টিয়া সদর থানা ও সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
২৮ নভেম্বর দৌলতপুর উপজেলার ১৪টি ইউপিতে ভোটগ্রহণ হবে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় ও একাধিক ‘বিদ্রোহী’ প্রার্থী রয়েছেন। বিএনপির নেতারাও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন। প্রতিদিন এই উপজেলায় নির্বাচনী সহিংসতা ঘটছে। নেতারা পথসভায় বিভিন্ন ধরনের উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন।
লক্ষ্মীপুরের পুকুরে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। মৃত আজ বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বাঞ্চানগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃত শিশুরা হচ্ছে, রায়পুর উপজেলার জাকির হোসেনের ছেলে জিহাদ হোসেন (৪) এবং লক্ষ্মীপুর সদরের মহিন উদ্দিনের ছেলে নাজিম হোসেন (৫)।
৯ মিনিট আগেদুদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভের কারণে যান চলাচলে বিঘ্ন ও জনদুর্ভোগের প্রেক্ষাপটে রাজধানীর আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার (১৫ মে) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সই করা গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
১৬ মিনিট আগেলক্ষ্মীপুর কমলনগরে শ্বশুরবাড়ি থেকে মো. মোছলেহ উদ্দিন (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ উপজেলার চর মার্টিন ইউনিয়নের কামাল মাঝি বাড়ির গোয়ালঘর থেকে মরদেহটি উদ্ধার করে।
৩০ মিনিট আগেবগুড়া ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতালের আহ্বায়ক এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুলের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন বিএনপির নেতারা। একই সঙ্গে নামফলকও অপসারণ করা হয়েছে।
৩৩ মিনিট আগে