Ajker Patrika

কুষ্টিয়ায় এক গোডাউনেই মিললে ৪০ হাজার লিটার সয়াবিন তেল

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় এক গোডাউনেই মিললে ৪০ হাজার লিটার সয়াবিন তেল

কুষ্টিয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে শহরের একটি গোডাউনেই পাওয়া গেল ৪০ হাজার লিটার সয়াবিন তেল। এ সময় তিন দোকানিকে জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়া জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে। 

অধিদপ্তরের কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডলের নেতৃত্বে শহরের বড় বাজার ও পৌর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান শেষে সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল সাংবাদিকদের জানান, বড় বাজার এলাকায় মেসার্স ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানের গোডাউনে ৪০ হাজার লিটার সয়াবিন তেলের মজুত পাওয়া যায়। বিপুল পরিমাণ তেল ক্রেতাসাধারণের কাছে বিক্রি না করে মজুত করে রাখা হয়েছিল। এ সময় তেল মজুত করে রাখার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর শহরের পৌর বাজারে বোতলের গায়ে লেখা মূল্যের চেয়ে বেশি মূল্যে সয়াবিন তেল বিক্রি করার অপরাধে মা স্টোরকে ১ হাজার টাকা এবং বোতলের তেল ঢেলে অধিক মূল্যে খোলা তেল বিক্রি করার অপরাধে সবুজ সাথী স্টোরকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

অভিযান পরিচালনার সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) সুলতানা রেবেকা নাসরীন, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আব্দুস সালাম তরফদার ও পুলিশের একটি দল উপস্থিত ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত