Ajker Patrika

অটোরিকশায় যাত্রীকে ধর্ষণের অভিযোগ, চালক গ্রেপ্তার 

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
অটোরিকশায় যাত্রীকে ধর্ষণের অভিযোগ, চালক গ্রেপ্তার 

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীকে একা পেয়ে ধর্ষণের অভিযোগে এক অটোরিকশাচালককে আটক করেছে পুলিশ। গতকাল রোববার ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মডেল থানায় একটি মামলা করেন। এদিন রাতেই মামলার অভিযুক্ত আসামি অটোরিকশাচালক মাহমুদুল হাসান রকিকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। 

অসুস্থ স্বামীকে দেখতে যাওয়ার পথে ধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ দেন ২৩ বছর বয়সী ওই নারী। 

গ্রেপ্তার যুবক ফকিরহাট উপজেলার ঘনশ্যামপুর গ্রামের ফজলুর রহমান হাওলাদারের ছেলে। 

মামলা তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. বিল্লাল হোসেন মামলার সংক্ষিপ্ত বিবরণে বলেন, গত ৮ এপ্রিল রাতে স্বামীর হঠাৎ অসুস্থতার খবর পেয়ে সিঅ্যান্ডবি বাজার থেকে ওই নারী একটি অটোরিকশায় করে খুলনার উদ্দেশ্যে রওনা দেন। এক সময় ফকিরহাটের শ্যামবাগাত নামক স্থানে এসে পৌঁছালে অটোরিকশাচালক মাহমুদুর ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে পাশে নির্জন একটি বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এ বিষয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিমুজ্জামান বলেন, ‘ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত আসামি অটোরিকশাচালক মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

গুলি–ককটেল ছুড়তে ছুড়তে গজারিয়ার দুর্গম চরের পুলিশ ফাঁড়িতে ডাকাত দলের হামলা

ফজলুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে অষ্টগ্রামে বিক্ষোভ

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত