মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে জাব্বারুল ইসলাম (৩০) নামের একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন আদালত। তবে আসামি পলাতক থাকায় রায়ের শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন না।
আজ রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. রাফিজুল ইসলাম এ দণ্ডাদেশ প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, সাহারবাটি গ্রামের এক বিবাহিত নারীকে প্রায়ই মোবাইল ফোনে কল দিয়ে জ্বালাতন করতেন ওই গ্রামের জাব্বারুল ইসলাম। ঘটনার এক মাস আগে তাঁর স্বামীর বাড়ি থেকে তিনি বাবার বাড়িতে আসেন। দুজনের বাড়ি ছিল পাশাপাশি। জাব্বারুলের মোবাইল ফোনে ওই নারীর আপত্তিকর ভিডিও আছে বলে জানানো হয়। সেটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
পরবর্তীতে তাঁর সঙ্গে যোগাযোগ করলে ওই ছবি ডিলিট করে দেবে বলে জানায়। কথা মোতাবেক ২০২০ সালের ৬ জুলাই জাব্বারুলের সঙ্গে দেখা করার সম্মতি জানান ওই নারী। এ দিন বেলা ১১টার দিকে ভাটপাড়ার ব্রিজের কাছে পৌঁছালে আসামি তাঁকে মোটরসাইকেলে তুলে নিয়ে একটি বাড়িতে নিয়ে যায়। এ সময় তাঁকে ধর্ষণচেষ্টা করে জাব্বারুল। এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে। সেখান থেকে পালিয়ে যায় আসামি। এরপর ওই বছরের ২৪ জুলাই বাদী হয়ে জাব্বারুলকে আসামি করে গাংনী থানায় ধর্ষণচেষ্টার মামলা করেন ওই নারী।
আদালতে ১১ জন সাক্ষী তাঁদের সাক্ষ্য প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এ. কে. এম আছাদুজ্জামান।
মেহেরপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে জাব্বারুল ইসলাম (৩০) নামের একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন আদালত। তবে আসামি পলাতক থাকায় রায়ের শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন না।
আজ রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. রাফিজুল ইসলাম এ দণ্ডাদেশ প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, সাহারবাটি গ্রামের এক বিবাহিত নারীকে প্রায়ই মোবাইল ফোনে কল দিয়ে জ্বালাতন করতেন ওই গ্রামের জাব্বারুল ইসলাম। ঘটনার এক মাস আগে তাঁর স্বামীর বাড়ি থেকে তিনি বাবার বাড়িতে আসেন। দুজনের বাড়ি ছিল পাশাপাশি। জাব্বারুলের মোবাইল ফোনে ওই নারীর আপত্তিকর ভিডিও আছে বলে জানানো হয়। সেটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
পরবর্তীতে তাঁর সঙ্গে যোগাযোগ করলে ওই ছবি ডিলিট করে দেবে বলে জানায়। কথা মোতাবেক ২০২০ সালের ৬ জুলাই জাব্বারুলের সঙ্গে দেখা করার সম্মতি জানান ওই নারী। এ দিন বেলা ১১টার দিকে ভাটপাড়ার ব্রিজের কাছে পৌঁছালে আসামি তাঁকে মোটরসাইকেলে তুলে নিয়ে একটি বাড়িতে নিয়ে যায়। এ সময় তাঁকে ধর্ষণচেষ্টা করে জাব্বারুল। এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে। সেখান থেকে পালিয়ে যায় আসামি। এরপর ওই বছরের ২৪ জুলাই বাদী হয়ে জাব্বারুলকে আসামি করে গাংনী থানায় ধর্ষণচেষ্টার মামলা করেন ওই নারী।
আদালতে ১১ জন সাক্ষী তাঁদের সাক্ষ্য প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এ. কে. এম আছাদুজ্জামান।
ঢাকা মহানগরের জন্য প্রণীত বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংশোধনের খসড়া চূড়ান্ত হয়েছে। সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রস্তুত খসড়াটি উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সব ঠিক থাকলে এক মাসের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে।
১ মিনিট আগেরনির বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের বৃহত্তর রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত মহিউদ্দিন আহমেদ সেলিমের ছোট ছেলে।
৬ মিনিট আগেগাইবান্ধা আদালতে দুই সন্তানের জনককে শিশু পরিচয়ে ভুয়া জন্মসনদ দেখিয়ে জামিনে মুক্ত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতের নথি জালিয়াতি, আসামির পরিচয় পরিবর্তন এবং শিশু আদালতকে ভুল পথে পরিচালিত করার অভিযোগ উঠেছে। মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ জুলাই সেনাবাহিনীর অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কান
৬ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক
১৯ মিনিট আগে