Ajker Patrika

মোরেলগঞ্জে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার 

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ২২ জুলাই ২০২৩, ১৫: ০৭
মোরেলগঞ্জে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার 

বাগেরহাটের মোরেলগঞ্জে আম্বিয়া বেগম (৪৫) নামের এক বিধবা নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে কিসমত জামুয়া গ্রামে ওই নারীর বসতঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। মোরেলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

আম্বিয়া বেগম কিসমত জামুয়া গ্রামের মৃত সেকেন্দার আলী খানের স্ত্রী। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁর গলা কেটে রেখে যায় বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, আম্বিয়া বেগমের একমাত্র ছেলে বাদশা খান চাকরির সুবাদে ঢাকায় থাকতেন। ফলে বাড়িতে একাই থাকতেন এই নারী। স্থানীয়দের সাহায্য-সহযোগিতা ও ছেলের পাঠানো সামান্য অর্থে কোনোমতে চলত আম্বিয়ার দিন। 

স্থানীয় গ্রাম পুলিশ আব্দুল আজিজ বলেন, ‘আম্বিয়ার স্বামী সেকেন্দার আলী ভিক্ষা করে সংসার চালাতেন। স্বামী মারা যাওয়ার পরে খেয়ে-না খেয়ে কোনোমতে দিন যেত আম্বিয়ার। সরকারি জায়গায় ঘর বানিয়ে ছিলেন। সকালে ঘরের বাইরে রক্ত দেখে এক ব্যক্তি আমাকে জানায় এই হত্যাকাণ্ডের বিষয়। পুলিশকে জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেছে।’

মোরেলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই হত্যার কারণ সম্পর্কে জানতে পুলিশ কাজ শুরু করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত