Ajker Patrika

খুলনায় নৌকার প্রার্থী সালাম মূর্শেদীর বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ

খুলনা প্রতিনিধি
খুলনায় নৌকার প্রার্থী সালাম মূর্শেদীর বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ

খুলনা-৪ আসনে (দিঘলিয়া, রূপসা, তেরখাদা) আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর বিরুদ্ধে টাকা ছড়ানো, প্রতিপক্ষের লোকজনকে ভয়ভীতি দেখানো, সংখ্যালঘু ভোটারদের ভোট দিতে নিরুৎসাহী করাসহ নানা অভিযোগ উঠেছে। আজ শনিবার দুপুরে নগরীর টুটপাড়ায় নিজ নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি এস এম মোর্তজা রশিদী দারা এসব অভিযোগ করেন।

মোর্তজা রশিদী দারা বলেন, আব্দুস সালাম মূর্শেদী ও তাঁর লোকজন প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীদের সমর্থকদের নানাভাবে ভয়ভীতি দেখানোসহ শারীরিকভাবে লাঞ্ছিত করছেন।

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় এই সহসভাপতি বলেন, যেখানে সরকার একটি সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের দিকে এগোচ্ছে, তখন আওয়ামী লীগের প্রার্থী বিভিন্নভাবে নিজের পেশিশক্তি ব্যবহার করে ও কতিপয় প্রশাসনিক কর্মকর্তাকে নিয়ে ভোটের পরিবেশ বিনষ্ট করছেন। এ থেকে পরিত্রাণ পেতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এর আগে গত সপ্তাহে মোর্তজা রশিদী দারা আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালাম মূর্শেদীর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে হুমকি প্রদানসহ নানা ধরনের অভিযোগ এনেছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত