Ajker Patrika

হত্যার পর পেট্রল দিয়ে পুড়িয়ে দেওয়া হয় মুখ

যশোর প্রতিনিধি
হত্যার পর পেট্রল দিয়ে পুড়িয়ে দেওয়া হয় মুখ

যশোরে আগুনে পোড়া এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে যশোর শহরতলীর বালিয়াডাঙ্গা মানদিয়া জামে মসজিদের পেছনে একটি পরিত্যক্ত স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় তাঁর মুখ থেকে পেট পর্যন্ত আগুনে পোড়া ছিল। 

নিহত ব্যক্তির নাম মহসিন হোসেন। তিনি যশোর সদরের নুরপুর গ্রামের মছি মণ্ডলের ছেলে। 

এলাকাবাসী জানান, মহসিন সুদের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসায়িক দ্বন্দ্বে প্রতিপক্ষরা তাঁকে হত্যা করতে পারেন। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে মহসিন নিখোঁজ ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে। 

স্থানীয় চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আমিনুল ইসলাম বলেন, ‘সকাল সাড়ে আটটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ থেকে খবর পাই একটি লাশ শহরতলীর বালিয়াডাঙ্গা মানদিয়া জামে মসজিদের পেছনে পড়ে আছে। পরে মরদেহটি উদ্ধার করা হয়।’ 

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে মহসিনকে এখানে এনে শ্বাসরোধে হত্যার পর আলামত নষ্ট করতে লাশের মুখে পেট্রল দিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। 

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, সকালে ফতেপুর এলাকার একটি মসজিদের পাশে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ দেখতে পান স্থানীয়রা। মরদেহের মুখ থেকে পেট পর্যন্ত পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে। পরে লাশের ফিঙ্গার প্রিন্ট যাচাই করে পরিচয় শনাক্ত করা হয়। 

তিনি আরও বলেন, হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত