Ajker Patrika

বাগেরহাট করোনা হাসপাতালে তিনটি আইসিইউ শয্যা চালু

প্রতিনিধি
বাগেরহাট করোনা হাসপাতালে তিনটি আইসিইউ শয্যা চালু

বাগেরহাট: বাগেরহাটের করোনা বিশেষায়িত বাগেরহাট সদর হাসপাতালে তিনটি আইসিইউ শয্যা চালু করা হয়েছে। বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় নিজস্ব তহবিল থেকে এই শয্যা তিনটি প্রদান করেছেন। আজ শুক্রবার (২৩ এপ্রিল)বিকেলে বাগেরহাট সদর হাসপাতালের ১৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ভবনটির তৃতীয় তলায় আনুষ্ঠানিকভাবে এ ইউনিটের উদ্বোধন করা হয়।

এ সময়, বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক, পুলিশ সুপার কেএম আরিফুল হক, সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন উপস্থিত ছিলেন।

আইসিইউ উদ্বোধন শেষে বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান করোনা হাসপাতালটিতে আরও একটি আইসিইউ শয্যা দেওয়ার ঘোষণা দেন। সংসদ সদস্য শেখ তন্ময়ের একান্ত সচিব এইচএম শাহিন বলেন, সংসদ সদস্য শেখ তন্ময় সব সময় বাগেরহাটের মানুষের সেবা করার চেষ্টা করেন। এর অংশ হিসেবে করোনা সংক্রমণের শুরুতেই বাগেরহাটে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা, ডক্টরস সেফটি কর্নার, ডাক্তারের কাছে রোগী নয়-রোগীর কাছে ডাক্তারসহ নানা উদ্যোগ গ্রহন করেন। করোনার দ্বিতীয় ঢেউয়েও তিনি অনেক উদ্যোগ নিয়েছেন। আজ তাঁর নিজস্ব তহবিল থেকে তিনটি আইসিইউ শয্যা প্রদান করলেন। ভবিষ্যতেও বাগেরহাটের মানুষের কল্যাণে এ ধরণের আরও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, করোনা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনসহ ৩০টি শয্যা রয়েছে। আমরা রোগীদের সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে চিকিৎসা দিয়ে যাচ্ছি। আমাদের এখানে আইসিউ না থাকায় গুরুতর রোগীদের খুলনা স্থানান্তর করতে হত। এতে অনেক রোগী বিপদে পরে যেতেন। আজ এখানে আইসিইউ শয্যা সংযোজিত হওয়ায় অসুস্থ রোগীদের এখানেই চিকিৎসা দিতে পারব।

বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক বলেন,বাগেরহাট সদর হাসপাতালসহ জেলার কোথাও এর আগে আইসিউ শয্যা ছিল না। আজ বাগেরহাটের করোনা হাসপাতালে আইসিইউ শয্যা যুক্ত হয়েছে। এই আইসিইউ শয্যা করোনা রোগীদের চিকিৎসায় যুগান্তকারী ভূমিকা রাখবে। আমরা সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত