Ajker Patrika

যশোরে গৃহবধূর মাটিচাপা লাশ উদ্ধার 

যশোর প্রতিনিধি
যশোরে গৃহবধূর মাটিচাপা লাশ উদ্ধার 

যশোরে মাটিচাপা অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে যশোর সদরের ফতেপুর সন্যাসী বটতলা এলাকায় বাগানের ভেতর মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করে পুলিশ। 

নিহত গৃহবধূর নাম সোনাবানু (৪০)। তিনি তিন সন্তানের সঙ্গে ওই এলাকায় থাকতেন। তাঁর প্রথম স্বামী মারা গেছেন। ওই ঘরে এক সন্তান রয়েছে। দ্বিতীয় বিয়ের পর প্রায় ১০ বছর আগে তিনিও মারা যান। এই ঘরে আরও দুই সন্তান আছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন সোনাবানু। খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুরে নিহতের বাড়ি থেকে পাঁচ শ গজ দূরে একটি বাগানের ভেতর ছড়ানো ছিটানো মাটি দেখতে পান। পরে মাটি সরালে তাঁর পরনের কাপড় দেখা যায়। এরপর পুলিশ এসে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে। মরদেহের গলায় ওড়না প্যাঁচানো ছিল। 

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে হত্যার ঘটনা ঘটেছে। তদন্ত চলছে, শিগগির রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত