ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা
কখনো বাড়ি-ঘরে, কখনো এই দোকান সেই দোকান ঘুরে বেড়াচ্ছে একটি দলছুট মুখপোড়া হনুমান। ক্ষুধার তাড়নায় খাবারের সন্ধানে লোকালয়ে আসা হনুমানটি একপর্যায়ে চা-দোকানে ঢুকে খাবার ছিনিয়ে নেয়। বাগেরহাটের ফকিরহাট উপজেলায় আজ রোববার সকালে এমন দৃশ্য দেখা যায়।
এদিকে উৎসুক জনতার মধ্য থেকে কেউ কেউ এ সময় হনুমানটিকে বিস্কুট, কলা, পাউরুটি খেতে দেয়। কেউ আবার হনুমাটির দৃষ্টি আকর্ষণের জন্য নানা অঙ্গভঙ্গি প্রদর্শন করে। অনেকে মুঠোফোনে হনুমানের ছবি ও ভিডিও ধারণ করেন। তবে কেউ কেউ কারণে-অকারণে প্রাণীটিকে লক্ষ্য করে ঢিলও ছুড়েছে। এ সময় প্রাণভয়ে অন্য স্থানে ছুটে যায় হনুমানটি। কখনো আতঙ্কিত হয়ে বাড়ির ছাদে, আবার কখনো বাজারের দোকানের ছাদে উঠে পড়ছে।
স্থানীয় কয়েকজন জানান, হনুমানটি সপ্তাহ খানেক ধরে উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে। এটি একটি বিপন্ন মুখপোড়া হনুমান। এই অঞ্চলে হনুমানের আবাসস্থল নেই। ফলে হনুমানটিকে ঘিরে জনমনে একধরনের আগ্রহ ও আতঙ্ক রয়েছে।
ফকিরহাট প্রাণিসম্পদ কর্মকর্তা শেখ জাহিদুর রহমান বলেন, ‘হনুমানটি সম্ভবত যশোরের কেশবপুর থেকে এসেছে। খাদ্যের সন্ধানে কোনো পরিবহনের ছাদে অথবা কলাভর্তি ট্রাকে উঠে আসতে পারে।’ হনুমানটিকে বিরক্ত না করে সবাইকে সহযোগিতার আহ্বান জানাই।’
কখনো বাড়ি-ঘরে, কখনো এই দোকান সেই দোকান ঘুরে বেড়াচ্ছে একটি দলছুট মুখপোড়া হনুমান। ক্ষুধার তাড়নায় খাবারের সন্ধানে লোকালয়ে আসা হনুমানটি একপর্যায়ে চা-দোকানে ঢুকে খাবার ছিনিয়ে নেয়। বাগেরহাটের ফকিরহাট উপজেলায় আজ রোববার সকালে এমন দৃশ্য দেখা যায়।
এদিকে উৎসুক জনতার মধ্য থেকে কেউ কেউ এ সময় হনুমানটিকে বিস্কুট, কলা, পাউরুটি খেতে দেয়। কেউ আবার হনুমাটির দৃষ্টি আকর্ষণের জন্য নানা অঙ্গভঙ্গি প্রদর্শন করে। অনেকে মুঠোফোনে হনুমানের ছবি ও ভিডিও ধারণ করেন। তবে কেউ কেউ কারণে-অকারণে প্রাণীটিকে লক্ষ্য করে ঢিলও ছুড়েছে। এ সময় প্রাণভয়ে অন্য স্থানে ছুটে যায় হনুমানটি। কখনো আতঙ্কিত হয়ে বাড়ির ছাদে, আবার কখনো বাজারের দোকানের ছাদে উঠে পড়ছে।
স্থানীয় কয়েকজন জানান, হনুমানটি সপ্তাহ খানেক ধরে উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে। এটি একটি বিপন্ন মুখপোড়া হনুমান। এই অঞ্চলে হনুমানের আবাসস্থল নেই। ফলে হনুমানটিকে ঘিরে জনমনে একধরনের আগ্রহ ও আতঙ্ক রয়েছে।
ফকিরহাট প্রাণিসম্পদ কর্মকর্তা শেখ জাহিদুর রহমান বলেন, ‘হনুমানটি সম্ভবত যশোরের কেশবপুর থেকে এসেছে। খাদ্যের সন্ধানে কোনো পরিবহনের ছাদে অথবা কলাভর্তি ট্রাকে উঠে আসতে পারে।’ হনুমানটিকে বিরক্ত না করে সবাইকে সহযোগিতার আহ্বান জানাই।’
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
২৫ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
৩০ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
৩৫ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে