Ajker Patrika

ক্ষুধার তাড়নায় দোকানে ঢুকে খাবার নেওয়ার চেষ্টা হনুমানটির

ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ৩২
ক্ষুধার তাড়নায় দোকানে ঢুকে খাবার নেওয়ার চেষ্টা হনুমানটির

কখনো বাড়ি-ঘরে, কখনো এই দোকান সেই দোকান ঘুরে বেড়াচ্ছে একটি দলছুট মুখপোড়া হনুমান। ক্ষুধার তাড়নায় খাবারের সন্ধানে লোকালয়ে আসা হনুমানটি একপর্যায়ে চা-দোকানে ঢুকে খাবার ছিনিয়ে নেয়। বাগেরহাটের ফকিরহাট উপজেলায় আজ রোববার সকালে এমন দৃশ্য দেখা যায়। 

এদিকে উৎসুক জনতার মধ্য থেকে কেউ কেউ এ সময় হনুমানটিকে বিস্কুট, কলা, পাউরুটি খেতে দেয়। কেউ আবার হনুমাটির দৃষ্টি আকর্ষণের জন্য নানা অঙ্গভঙ্গি প্রদর্শন করে। অনেকে মুঠোফোনে হনুমানের ছবি ও ভিডিও ধারণ করেন। তবে কেউ কেউ কারণে-অকারণে প্রাণীটিকে লক্ষ্য করে ঢিলও ছুড়েছে। এ সময় প্রাণভয়ে অন্য স্থানে ছুটে যায় হনুমানটি। কখনো আতঙ্কিত হয়ে বাড়ির ছাদে, আবার কখনো বাজারের দোকানের ছাদে উঠে পড়ছে।

স্থানীয় কয়েকজন জানান, হনুমানটি সপ্তাহ খানেক ধরে উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে। এটি একটি বিপন্ন মুখপোড়া হনুমান। এই অঞ্চলে হনুমানের আবাসস্থল নেই। ফলে হনুমানটিকে ঘিরে জনমনে একধরনের আগ্রহ ও আতঙ্ক রয়েছে। 

ফকিরহাট প্রাণিসম্পদ কর্মকর্তা শেখ জাহিদুর রহমান বলেন, ‘হনুমানটি সম্ভবত যশোরের কেশবপুর থেকে এসেছে। খাদ্যের সন্ধানে কোনো পরিবহনের ছাদে অথবা কলাভর্তি ট্রাকে উঠে আসতে পারে।’ হনুমানটিকে বিরক্ত না করে সবাইকে সহযোগিতার আহ্বান জানাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত