খুলনা প্রতিনিধি
খুলনায় চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া শুরু হয়েছে। এ সময় ছিল না কোনো স্বাস্থ্যবিধির সঠিক নিয়ম। এ ছাড়া টিকা কেন্দ্রে জায়গাস্বল্পতা এবং টিকা বুথও ছিল কম। এ জন্য শিক্ষার্থীদের একজনের সঙ্গে আরেকজনকে ঘেঁষে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ সময়।
আজ সোমবার ১১ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের এই টিকাদান কার্যক্রম শুরু হয়।
সরেজমিনে দেখা যায়, সকাল ১০টা থেকে নগরীর কেসিসি স্বাস্থ্য ভবনে এই কার্যক্রম শুরু হয়। এ সময় শিক্ষার্থী আর অভিভাবকদের ছিল দীর্ঘ লাইন। স্বাস্থ্যবিধির নিয়ম মানছেন না কেউ, ছিল না কোনো সামাজিক দূরত্ব। একটি মাত্র কেন্দ্রের ৩টি বুথে দেওয়া হচ্ছে টিকা। সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে জন্মসনদ আনলে যেকোনো শিক্ষার্থী টিকা দিতে পারছে। টিকা দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থী-অভিভাবকেরা। তবে অব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মো. আব্দুস সাত্তার নামের এক অভিভাবক বলেন, টিকা কেন্দ্রে স্থান কম থাকায় সামাজিক দূরত্ব না মেনে দাঁড়াতে হচ্ছে। বড় স্থান দেখে কেন্দ্র নির্ধারণ করা উচিত ছিল।
অপরদিকে টিকা দেওয়ায় স্বস্তির সঙ্গে ক্ষোভ প্রকাশ করে আরেক অভিভাবক নার্গিস আক্তার বলেন, ‘দীর্ঘদিন অপেক্ষার পর মেয়েকে টিকা দিতে পেরে খুবই ভালো লাগছে। তবে টিকা কেন্দ্রের ব্যবস্থাপনা সুন্দর হলে ভালো লাগত। কেন্দ্রের স্থান কম হওয়ায় স্বাস্থ্যবিধি কেউ মানছেন না।’
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহল আমিন বলেন, ‘খুলনায় ১৫ হাজার ২১০ ডোজ ফাইজার টিকা এসেছে। নগর স্বাস্থ্য ভবনে ৩টি বুথে ৬ জন প্রশিক্ষিত নার্স এই টিকা দিচ্ছেন। প্রাথমিকভাবে দিনে ৭০০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হচ্ছে। শুরুতে এইচএসসি পরীক্ষার্থীদের দেওয়ার পরিকল্পনা থাকলেও দেরিতে টিকা আসায় সেই সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। কেননা, আগামী ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা শুরু হবে। এখন টিকা দিলে কেউ অসুস্থ হলে তার প্রভাব পরীক্ষায় পড়বে। যে কারণে আপাতত এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে না। তবে ভবিষ্যতে অন্য শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।’
অব্যবস্থাপনার বিষয়ে তিনি বলেন, ‘ফাইজার টিকা দেওয়ার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত স্থান হতে হবে। যা কেসিসি স্বাস্থ্য ভবন ছাড়া অন্য কোনো কেন্দ্রে পাওয়া যায়নি। যে কারণে এখানে স্থান কম হলেও আমাদের কাজ করতে হচ্ছে। আর প্রথম দিন কিছু ত্রুটি হয়েছে, পর্যায়ক্রমে ঠিক হয়ে যাবে।’
খুলনায় চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া শুরু হয়েছে। এ সময় ছিল না কোনো স্বাস্থ্যবিধির সঠিক নিয়ম। এ ছাড়া টিকা কেন্দ্রে জায়গাস্বল্পতা এবং টিকা বুথও ছিল কম। এ জন্য শিক্ষার্থীদের একজনের সঙ্গে আরেকজনকে ঘেঁষে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ সময়।
আজ সোমবার ১১ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের এই টিকাদান কার্যক্রম শুরু হয়।
সরেজমিনে দেখা যায়, সকাল ১০টা থেকে নগরীর কেসিসি স্বাস্থ্য ভবনে এই কার্যক্রম শুরু হয়। এ সময় শিক্ষার্থী আর অভিভাবকদের ছিল দীর্ঘ লাইন। স্বাস্থ্যবিধির নিয়ম মানছেন না কেউ, ছিল না কোনো সামাজিক দূরত্ব। একটি মাত্র কেন্দ্রের ৩টি বুথে দেওয়া হচ্ছে টিকা। সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে জন্মসনদ আনলে যেকোনো শিক্ষার্থী টিকা দিতে পারছে। টিকা দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থী-অভিভাবকেরা। তবে অব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মো. আব্দুস সাত্তার নামের এক অভিভাবক বলেন, টিকা কেন্দ্রে স্থান কম থাকায় সামাজিক দূরত্ব না মেনে দাঁড়াতে হচ্ছে। বড় স্থান দেখে কেন্দ্র নির্ধারণ করা উচিত ছিল।
অপরদিকে টিকা দেওয়ায় স্বস্তির সঙ্গে ক্ষোভ প্রকাশ করে আরেক অভিভাবক নার্গিস আক্তার বলেন, ‘দীর্ঘদিন অপেক্ষার পর মেয়েকে টিকা দিতে পেরে খুবই ভালো লাগছে। তবে টিকা কেন্দ্রের ব্যবস্থাপনা সুন্দর হলে ভালো লাগত। কেন্দ্রের স্থান কম হওয়ায় স্বাস্থ্যবিধি কেউ মানছেন না।’
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহল আমিন বলেন, ‘খুলনায় ১৫ হাজার ২১০ ডোজ ফাইজার টিকা এসেছে। নগর স্বাস্থ্য ভবনে ৩টি বুথে ৬ জন প্রশিক্ষিত নার্স এই টিকা দিচ্ছেন। প্রাথমিকভাবে দিনে ৭০০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হচ্ছে। শুরুতে এইচএসসি পরীক্ষার্থীদের দেওয়ার পরিকল্পনা থাকলেও দেরিতে টিকা আসায় সেই সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। কেননা, আগামী ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা শুরু হবে। এখন টিকা দিলে কেউ অসুস্থ হলে তার প্রভাব পরীক্ষায় পড়বে। যে কারণে আপাতত এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে না। তবে ভবিষ্যতে অন্য শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।’
অব্যবস্থাপনার বিষয়ে তিনি বলেন, ‘ফাইজার টিকা দেওয়ার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত স্থান হতে হবে। যা কেসিসি স্বাস্থ্য ভবন ছাড়া অন্য কোনো কেন্দ্রে পাওয়া যায়নি। যে কারণে এখানে স্থান কম হলেও আমাদের কাজ করতে হচ্ছে। আর প্রথম দিন কিছু ত্রুটি হয়েছে, পর্যায়ক্রমে ঠিক হয়ে যাবে।’
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘এ দেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আছে। অন্তর্বর্তী সরকার যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করে, তাহলে দেশ আরও অস্থিতিশীল হয়ে উঠবে। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমর
১২ মিনিট আগেবগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে। এতে দুজন ছুরিকাহতসহ কয়েকজন আহত হয়েছেন।
১৯ মিনিট আগেজাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
২২ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
১ ঘণ্টা আগে